ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

খুলনায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার হাতে চাচা নিহত

খুলনায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ভাতিজার হাতে চাচা নিহত

নিউজ ডেস্ক: জমি নিয়ে দ্বন্দ্বের জেরে খুলনার ফুলতলা উপজেলায় ভাতিজার হাঁসুয়ার আঘাতে চাচা শেখ মুজিবুর রহমান (৫৮) নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী পুষ্পা বেগম (৪৫) ও ছেলে মিরাজুল ইসলাম (২৪)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খানজাহানপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

ফুলতলা থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত মুজিবুর রহমানের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, শরিফুল ইসলামের ছেলে ও তার ভাই শেখ মুজিবুর রহমানের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। এ ঘটনার যে ধরে আশরাফুল ইসলাম ধারালো হাঁসুয়া নিয়ে চাচা শেখ মুজিবুর রহমানের ওপর হামলা চালান।

ঘটনার পর থেকে পলাতক রয়েছেন আশরাফুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমবার একইমঞ্চে সম্মাননা পাচ্ছেন মেহজাবীন-মালাইকা

বগুড়ার সোনাতলায় রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি, সরাতে দু’বিভাগের উদাসীনতা

তপ্ত রোদের দখলে প্রাণ ও প্রকৃতির তাপে চামড়া পুড়ে যাওয়ার উপক্রম

নীলফামারীর সৈয়দপুরে যুবককে পিটিয়ে হত্যা, গেফতার ১

মাকে নিয়ে গাইলেন সামিনা চৌধুরী

পাবনার সাঁথিয়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক