'আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে।দোয়া করবেন সবাই'- ব্যারিস্টার সুমন
সদ্য সাবেক সংসদের সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে জানিয়েছেন, তিনি পুলিশের সঙ্গে যাচ্ছেন। আদালতে দেখা হবে, এমন কথা বলে তিনি সবার দোয়াও চেয়েছেন।
সুপ্রিম কোর্টের এই আইনজীবী সোমবার দিনগত রাত ১টা ১৮ মিনিটে ফেসবুকে এই স্ট্যাটাসে দেন। তবে ব্যারিস্টার সুমনকে পুলিশের কোন শাখার সদস্যরা নিয়ে যাচ্ছেন, কোন জায়গা থেকে তাকে নেওয়া হয়েছে বা কোথায় নেওয়া হচ্ছে, সেসব বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
স্ট্যাটাসে ব্যারিস্টার সুমন লিখেছেন, আমি পুলিশের সাথে যাচ্ছি। দেখা হবে আদালতে।দোয়া করবেন সবাই।
আরও পড়ুনএদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা চালানোর অভিযোগে গত ১১ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ জনের নামে হবিগঞ্জের চুনারুঘাট থানায় মামলা হয়। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।
মন্তব্য করুন