ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

 রংপুর জেলা বিএনপি নেতা আনিছুর রহমান লাকু’র ইন্তেকাল 

 রংপুর জেলা বিএনপি নেতা আনিছুর রহমান লাকু’র ইন্তেকাল, ছবি: দৈনিক করতোয়া ।

রংপুর প্রতিনিধি: রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু ইন্তেকাল করেছেন। বুধবার সকাল সকালে ঢাকা থেকে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। আনিছুর রহমান লাকুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম ।

তার মরদেহ নিয়ে পরিবারের লোকজন ও দলীয় নেতা-কর্মীরা বগুড়া থেকে রংপুর এসে পৌছেন। বাদ আছর তার জানাজার নামাজ রংপুর কালেক্টর ঈদগাঁ মাঠে অনুষ্টিত হবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর আগে, তাকে রংপুর নগরীর গ্রাণ্ড হোটেল মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হয়। এদিকে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর আকস্মিক মৃত্যুতে নেতা-কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই নগরীর নুরপুরে তার বাড়িতে ভিড় করছেন।  এসময় দলীয় আত্নীয়-স্বজনসহ দলের নেতা-কর্মীরা  কান্নায় ভেঙে পড়েছেন।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আনিছুর রহমান লাকু আগামী ১৪ অক্টোবর অনুষ্ঠিতব্য রংপুর জেলা বিএনপির সম্মেলনে দলের মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের আমন্ত্রণ জানাতে ঢাকায় গিয়েছিলেন। সেখানে সাংগঠনিক কাজ শেষে রংপুরে ফেরার পথে বগুড়ার শেরপুরে হৃদরোগে আক্রান্ত হলে তাকেই বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টা কিছু পরে ইন্তেকাল করেন।পরিচ্ছন্ন রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত আনিছুর রহমান লাকু ইতিপূর্বে মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন

তার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও আমিনুল ইসলাম, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন-নবী ডন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান, মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, রংপুর সাংবাদিক   ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম রিপন, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেলসহ জেলা ও মহানগর বিএনপি, অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক,সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা  মরহুমের রুহের মাগফেরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের ক্ষেতলালে পুকুরে অজ্ঞাত ব্যক্তির ঝাঁপ : লাশ উদ্ধার

মোগলাবাজার রেলস্টেশনে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে ফেরার পথে প্রকৌশলীর মৃত্যু

নতুন চ্যানেল অনুমোদনের কারণ জানালেন তথ্য উপদেষ্টা

পাকুন্দিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু

উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে মুরইল ইউপিতে প্রশাসক নিয়োগের অভিযোগ

আত্মনির্ভর অর্থনীতি গড়ে জাতিকে দাসত্ব থেকে মুক্ত করতে হবে