ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসা ক্রিকেট চালুর কথা জানালেন বুলবুল

স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসা ক্রিকেট চালুর কথা জানালেন বুলবুল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে গত সোমবার। পরদিন (মঙ্গলবার) প্রথমবারের মতো বোর্ড সভায় বসেন নতুন কমিটির সদস্যরা। যেখানে তারা প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। নবনির্বাচিত ২৫ পরিচালকের মধ্য থেকে ২৩টি কমিটির প্রধান বেছে নেওয়া হয়েছে। জানা গেছে, মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়েও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

নতুন কমিটির সভা ছাড়াও আরেকটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিসিবিতে প্রথমবার পূর্ণ মেয়াদে সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নতুন খবরটি জানান। বলছেন, স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পথে হাঁটতে যাচ্ছে বিসিবি।

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল বলেন, ‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে। সেই ব্যবস্থা করছি।’ এর আগে থেকে বিসিবির আয়োজনে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে। মাদ্রাসা শিক্ষার্থীদেরও সেই আওতায় আনার সিদ্ধান্ত হতে যাচ্ছে নতুন সংযোজন।মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোন ফরম্যাটে টুর্নামেন্ট হবে সে ধারণাও দিয়েছেন নবনির্বাচিত এই সভাপতি। বুলবুল বলেন, ‘এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট (টি-টোয়েন্টি) ফরম্যাটে হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় দলের সঙ্গে যোগ দিলেন শমিত সোম

বগুড়ায় বিষাক্ত মদপানে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪

পবিত্র ওমরাহ পালন ইচ্ছুকদের সুখবর দিলো সৌদি সরকার

শহিদুল আলমকে মুক্ত করতে সরকারের প্রতি আহ্বান মির্জা ফখরুলের

কলকাতার সিনেমা থেকে বাদ তানজিন তিশা

শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি