বগুড়ায় বিষাক্ত মদপানে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষাক্ত মদপানে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন গুরুতর অসুস্থ অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া গ্রামের মৃত মাহবুবুর রহমানের ছেলে মিজানুর রহমান লিটন (৫৫)। তিনি খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) মহিলা সদস্য আলেয়া বেগমের স্বামী। গুরুতর অসুস্থ চারজন হলেন-নাছিদুল সোনার (২৭), আব্দুল্লাহেল কাফি (৩০), আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০) এবং মানিক আকন্দ (৩০)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, দুর্গাপূজার দশমীর দিন বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় তারা একসঙ্গে মদপান করেন। পরে রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় লিটনের মৃত্যু হয়। বাকিদের কিডনি ডায়ালাইসিস করা হলেও কেউই এখনও কথা বলার মতো অবস্থায় নেই।
হাসপাতালে উপস্থিত লিটনের এক আত্মীয় জানান, লিটনসহ পাঁচজন একসঙ্গে মদপান করেন। রাতে বাড়িতে ফিরে অসুস্থ হয়ে পড়লে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসকরা জানিয়েছেন, বিষাক্ত মদপানের কারণে তার কিডনি সম্পূর্ণ বিকল হয়ে যায়।অসুস্থ নাছিদুলের মা নাছরিন বেগম বলেন, দুর্গাপূজার দিন ছেলেটা বন্ধুদের সঙ্গে মদপান করেছিল। রাতে অসুস্থ হয়ে পড়ে। তখনই হাসপাতালে নিয়ে আসি। এখনো অবস্থার উন্নতি হয়নি।
আরও পড়ুনআব্দুল্লাহেল কাফি ও রঞ্জু মিয়ার পরিবারের সদস্যরা জানান, বিষাক্ত মদ কোথা থেকে এসেছে আমরা জানি না। অসুস্থরা এখনো কিছু বলার মতো অবস্থায় নেই।বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলেন, বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন মারা গেছেন। বাকিদের কিডনির অবস্থা ভালো নয়।শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। হাসপাতালে ভর্তি থাকা চারজনের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
মন্তব্য করুন