ভিডিও সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

ঝালকাঠিতে বাসচাপায় মোটরসাইকেলে আগুন , নিহত ১

ঝালকাঠিতে বাসচাপায় মোটরসাইকেলে আগুন , নিহত ১

ঝালকাঠির নলছিটিতে বাসের চাপায় একটি মোটরসাইকেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেলের আরোহী এক শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া, বাসের পাঁচ যাত্রি আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

আজ সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-ঝালকাঠি মহাসড়কের প্রতাপ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।‎

নিহতের নাম মো. তোফাজ্জল হোসেন (৫০)। তিনি ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাহবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি বাস ঝালকাঠি বাসস্ট্যান্ডে এসে সোয়া ৫টার দিকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। এরপর কিছু সময় পরে বাসটি নলছিটির প্রতাপ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে সেটিতে মুহূর্তেই আগুন ধরে যায়। পরবর্তীতে আগুন ছড়িয়ে পড়ে বাসের সামনের অংশেও। এতে মোটরসাইকেল আরোহী বাসের চাকায় পিস্ট হয়ে গুরুতর আহত হন এবং বাসের কয়েকজন যাত্রী দগ্ধ হন।

‎পরে স্থানীয় লোকজন দগ্ধ ও আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে মোটরসাইকেল আরোহী ওই শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আরও পড়ুন

‎খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

‎নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম বলেন, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন নিহত হয়েছেন এবং আরও কয়েকজন দগ্ধ হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দুর্ঘটনায় জড়িত বাসটিকে আটক করা হয়েছে ও মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন।

‎তিনি আরও বলেন, ঘটনাটির তদন্ত চলছে এবং আইনি প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার কাহালুতে নবনির্মিত অজুখানার উদ্বোধন করলেন ড. মোস্তফা ফায়সাল পারভেজ

বগুড়ায় র‌্যাবের হাতে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ভারত মহানন্দা বাঁধের ৯টি গেট খুলে দিয়েছে, বাংলাবান্ধার ঝাড়ুয়াপাড়ায় বাঁধের ৭শ’ মিটার নদীগর্ভে বিলীন

নাটোরের বড়াইগ্রামে দুর্বৃত্তদের হাতুড়িপেটায় বৃদ্ধা নিহত

জয়পুরহাট হাসপাতালে ডায়রিয়া রোগী বাড়ছে, তিন দিনে ভর্তি ৩২২

৭ বছর পর বিদেশের মাটিতে পা রাখতে যাচ্ছে বাংলাদেশি স্কেটাররা