ভিডিও শনিবার, ০৪ অক্টোবর ২০২৫

সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন  ৮০ পয়সার স্থলে নেওয়া হচ্ছে ২০ টাকা

ছবি : সংগৃহীত,সুন্দরগঞ্জে অ্যানথ্রাক্স রোগের ভ্যাকসিন  ৮০ পয়সার স্থলে নেওয়া হচ্ছে ২০ টাকা

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে গবাদিপশুর তড়কা রোগ (অ্যানথ্রাক্স) প্রতিরোধে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সরকারিভাবে এ ভ্যাকসিনের দাম ৮০ পয়সা হলেও পশু মালিকদের কাছে থেকে নেওয়া হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। এতে করে পশু মালিকদের প্রায় অর্ধকোটি টাকা চলে যাচ্ছে প্রাণিসম্পদ কর্মকর্তাদের পকেটে। 

জানা যায়, রংপুরের পীরগাছা উপজেলায় অ্যানথ্রাক্স রোগে এ পর্যন্ত মারা গেছেন ২ জন এবং আক্রান্ত রয়েছেন ৭ জন। এছাড়া সুন্দরগঞ্জ উপজেলায় এ রোগে আক্রান্ত হয়ে শতাধিক গরু মারা গেছে। প্রতিনিয়ত জবাই করা হচ্ছে আক্রান্ত গরু। আর এ সকল গরুর মাংস কাটাকাটি করে অসুস্থের সংখ্যা প্রায় অর্ধশত। এ সংক্রান্ত খবর প্রচার হলে নড়েচড়ে বসে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন। গবাদিপশুগুলোকে ভ্যাকসিন দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয় জরুরি বৈঠকে। সেই থেকে চলছে অ্যানথ্রাক্স রোগ প্রতিরোধে ভ্যাকসিন কার্যক্রম। 

এদিকে সচেতনতায় কোনো প্রচারণা না থাকায় এখনও ৯০ শতাংশ গবাদিপশু ভ্যাকসিনের বাইরে আছে। উপজেলার প্রায় আড়াই লাখ গবাদিপশুর মধ্যে ভ্যাকসিন পাবে প্রায় ২ লাখ। তবে বিভিন্ন কৌশল ও হয়রানির ভয়ভীতি দেখিয়ে ৮০ পয়সার ভ্যাকসিন নেয়া হচ্ছে ২০-৩০ টাকা। ফলে ভ্যাকসিন কার্যক্রম থেকেই প্রায় অর্ধকোটি টাকা কোথায় যাচ্ছে এ প্রশ্ন অনেকের কাছে।
বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের দিনমজুর মো. সজিব মিয়া জানান, তার ৪টি গরু এবং ২টি ছাগল আছে। দুই ব্যক্তি এসে পশুদের ইনজেকশন নেওয়ার কথা বলেন। দাম জানতে চাইলে তারা ২০ টাকা করে দিতে বলেন। এসময় টাকার পরিমাণ কম করতে বললে তারা জানান, প্রাণিসম্পদ অফিসে এর দাম আরও বেশি। পরে ভয়ে তিনি পশুদের ভ্যাকসিন করিয়ে নেন। এসময় ২টি ছাগল ৫ টাকা করে ১০ টাকা এবং ৪টি গরু ২০ টাকা হিসেবে ৮০ টাকা নিয়েছেন তারা। একই দামে নিজেদের গবাদি পশুকে ভ্যাকসিন দিয়ে নিয়েছেন ওই গ্রামের অনেক পশুমালিক। অনেকে আবার রোগ সম্পর্কে সামান্য জানলেও টিকা কোথায় আর কিভাবে মিলবে এ সম্পর্কে কিছুই জানেন না। 

এ বিষয়ে ভ্যাকসিনেটর চন্দন কুমার রায় বলেন, পশু প্রতি ২০ টাকা করে নিচ্ছেন তারা। আর এ টাকা অফিসে জমা দিতে হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে গরু প্রতি ভ্যাকসিন ৮০ পয়সার বিষয়টি স্বীকার করে বলেন, আনুষাঙ্গিক কিছু খরচ থাকায় ১০ টাকা করে নিতে বলা হয়েছে।

আরও পড়ুন

এর বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, কোনো গবাদিপশুর মালিককে ভয় দেখিয়ে নয় বরং কেউ টাকা দিতে অক্ষম হলেও তাকে ভ্যাকসিন দেওয়ার নির্দেশনা দেয়া আছে। তিনি বলেন, এ পর্যন্ত ভ্যাকসিন এসেছে ২৬ হাজার ৪শ’। দেয়া হয়েছে ২২ হাজার। ভ্যাকসিন কার্যক্রম চলমান আছে। ৫০ হাজার ভ্যাকসিন চেয়ে নতুন করে আবেদন পাঠানো হয়েছে। প্রায় আড়াই লাখ গবাদিপশু আছে এ উপজেলায়। এরমধ্যে ভ্যাকসিন পাবে দুই লাখ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রাজ কুমার বিশ্বাস বলেন, ভ্যাকসিন প্রতি কত টাকা নেয়া যাবে বিষয়টি প্রাণিসম্পদ কর্মকর্তা ভালো বলতে পারবেন। তবে আমি যতটুকু জানি তাতে টিকা প্রতি ১০ টাকা করে নিচ্ছেন তারা। তবে এটা তাদের সিদ্ধান্ত, এখানে আমাদের বলার কিছু নেই।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দর্শকের প্রিয় হয়ে উঠছেন রেহান

কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি: নাহিদ

রংপুরে ছেলের বউকে ধর্ষণ ও  যৌন হয়রানির ঘটনায় নিহত গৃহবধূর স্বামী সোহান আটক

আমি মেয়েদের সঙ্গে আরো বেশি দিন বাঁচতে চাই : তিন্নি

উজিরপুরে অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

অভিভাবকহীন রাজশাহী পরিচ্ছন্ন  নগরীর তকমা হারাচ্ছে