ভিডিও বুধবার, ০১ অক্টোবর ২০২৫

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ইসলামী মূল্যবোধ ও সহনশীলতা বজায় রাখা জরুরি : ডিসি হোসনা আফরোজা

সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ইসলামী মূল্যবোধ ও সহনশীলতা বজায় রাখা জরুরি : ডিসি হোসনা আফরোজা। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ইসলামী মূল্যবোধ ও পারস্পরিক সহনশীলতা বজায় রাখা অত্যন্ত জরুরি। ইসলামিক ফাউন্ডেশন এ লক্ষ্যে যেভাবে কাজ করছে, তা অত্যন্ত প্রশংসনীয়।

আমরা যদি আমাদের ধর্মকে ঠিকভাবে জানি ও মানি তাহলে অন্যধর্মের লোকজনও আমাদের কাছে নিরাপদ। আর দেশে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ইসলামি ফাউন্ডেশন গুরুত্বপূর্ন ভূমিকা পালন করছে। তিনি আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) শেরপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বেলা ১১টায় ইসলামি ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামি ফাউন্ডেশন বগুড়ার উপ-পরিচালক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-ধুনট সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সজীব শাহরীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক শফিউজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আশিক খান।

আরও পড়ুন

ফিল্ড অফিসার শেরে আলম সরদারের সঞ্চালনায় আরো আরও বক্তব্য রাখেন মডেল মসজিদের ইমাম মাওলানা হেদায়েতুল্লাহ, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রফিকুল ইসলাম, মাওলানা জিয়াউর রহমান প্রমূখ।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক হোসনা আফরোজ উপজেলা ভূমি অফিসসহ শাজাহানপুর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে এবং সমাধানও সেখানে- ড. ইউনূস

বাংলাদেশিদের জন্য যেসব দেশের ভিসা সহজে মিলছে না

বুধবার সিলেট যাবেন এম এ মালেক

৮৫ সহকারী সচিবকে পিএসসিতে সংযুক্তি

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল হাসপাতালে ভর্তি

চীনের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে জার্মান নাগরিকের কারাদণ্ড