ভিডিও সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা সম্পূর্ণ নিষেধ : ডিসি হোসনা আফরোজা

প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা সম্পূর্ণ নিষেধ : ডিসি হোসনা আফরোজা

স্টাফ রিপোর্টার : মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে আগামী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ ধরা সম্পূর্ণ বন্ধ থাকবে।

এই আইন অমান্য কারীর জন্য শাস্তি সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদন্ড অথবা সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জরিমানা অথবা উভয় দন্ড প্রযোজ্য হবে। গতকাল সোমবার বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বগুড়া জেলা টাক্স ফোর্স কমিটির এক সভায় বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা সভাপতির বক্তব্যে এই তথ্য জানান।

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এস এম আবুল বাসারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার মো. জেদান আল মুসা, বগুড়া প্রেস ক্লাব সভাপতি রেজাউল হাসান রানু, সারিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা বিভিন্ন মৎস্য চাষীবৃন্দ।

সভায় বগুড়া জেলা প্রশাসক আরও জানান, পৃথিবীতে ইলিশ আহরণে বাংলাদেশ প্রথম। বিগত ১০ বছর ইলিশের উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ। দেশের মোট মাছ উৎপাদনে ইলিশের অবদান ১১ ভাগ। এই ধারাবাহিকতা রক্ষায় কার্যকরভাবে নির্ধারিত ২২ দিন ইলিশ মাছ ধরা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। আইন আমান্যকারীদের ধরতে বগুড়া জেলা প্রশাসন নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির স্বার্থে এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুন

বগুড়া জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক জানান, বগুড়া জেলার ধুনট, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা সীমানায় যমুনা নদীর সীমানা রয়েছে ৪৩ কিলোমিটার। এই নদী পথে ইলিশ মাছ ধরার উপর নির্ভরশীল ৩ উপজেলার ২৩২৫ জন মৎস্য জীবিকে পরিবার প্রতি ২৫ কেজি করে চাল দেওয়া হবে ২২ দিনের নিষিদ্ধ সময়ের জন্য।

তিনি আরও জানান, বগুড়ার তিন উপজেলার ৬টি ঘাট থেকে গত ২০২৩-২৪ বছরে সাড়ে উনিশ মেট্রিক টন ইলিশ মাছ ধরা হয়েছিল। চলতি বছরের ১লা জুলাই থেকে অদ্যাবধি সাড়ে তিনটন ইলিশ ধরা হয়েছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় টিএমএসএস হার্ট সেন্টারে বিশ্ব হার্ট দিবস উদযাপন

দিনাজপুরের হাকিমপুরে পৌর যুবদলের সদস্য সচিবের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাস বিরোধী মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা সুমন গ্রেফতার

রাজশাহীর পুঠিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে চোলাই মদ তৈরির অপরাধে সাঁওতাল নারীর কারাদণ্ড

স্থানীয় সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস