ভিডিও সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

খোঁজ নেই থালাপতি বিজয়ের, মৃত বেড়ে ৪১

খোঁজ নেই থালাপতি বিজয়ের, মৃত বেড়ে ৪১, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : সমাবেশে পদদলিতের ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও খোঁজ নেই থালাপতি বিজয়ের। ফলে প্রশ্ন উঠছে, কোথায় আছেন থালাপতি? শুধু বিজয়ই নন, তার দলের শীর্ষ থেকে মধ্যম সারির কোনো নেতাকেও ভুক্তভোগীদের পাশে দেখা যায়নি। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিজয় ও তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)।

ইন্ডিয়া টুডের খবর অনুসারে, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে টিভিকের সমাবেশে পদদলনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১ জনে পৌঁছেছে। নিহতদের মধ্যে রয়েছেন ১৮ নারী, ১৩ পুরুষ, ৫ মেয়ে শিশু ও ৫ ছেলে শিশু। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঘটনার ২৪ ঘণ্টা পরও বিজয়ের দল টিভিকের কোনো নেতাকে দেখা যায়নি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের পাশে বা নিহতদের পরিবারের কাছে। বিজয় শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২০ লাখ রুপি ও আহতদের ২ লাখ রুপি আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন। তিনি চেন্নাইয়ের নিজ বাড়িতে দলের নেতাদের সঙ্গে বৈঠক করলেও ঘটনাস্থলে যাননি। এ নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে।

বিজয় বিবৃতিতে বলেছেন, প্রিয়জন হারানো পরিবারের দুঃখে আমি শোকসন্তপ্ত। আপনাদের পরিবারের সদস্য হিসেবে আমি পাশে থাকবো। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। কিন্তু ঘটনার পর থেকে টিভিকের দ্বিতীয় সারির নেতারাও রয়েছেন নিখোঁজ। আধব অর্জুনা, সিটিআর নিরমল কুমার, এন আনন্দ ও অরুণ রাজের মতো নেতাদের জনসম্মুখে দেখা যায়নি, এমনকি সংবাদমাধ্যম বা দলের কর্মীরাও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি।

আরও পড়ুন

চেন্নাইয়ে বিজয়ের বাসভবনে কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে ২০ জন পুলিশ ও সিআরপিএফ সদস্য মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড বসানো হয়েছে, যানবাহনে তল্লাশি চলছে। রাজ্যে ক্ষমতাসীন দল ডিএমকের ছাত্র সংগঠনের সদস্যরা বিজয়ের বাড়ির কাছে বিক্ষোভ করেছে। তাদের দাবি, বিজয় যেন নিহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। পরে তার বাসভবনে বোমা হামলার ভুয়া হুমকিও আসে ফোনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হিন্দুদের বারবার রাজনৈতিক বলির শিকার করা হয়েছে: হাসনাত আবদুল্লাহ

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে বগুড়া শজিমেকে সেমিনার ও র‌্যালি অনুষ্ঠিত

দর্শনা সীমান্তে ৫৯ লাখ টাকার স্বর্ণের বারসহ নারী আটক

কাগজের শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে আড়ংকে লিগ্যাল নোটিশ

কুয়েতের গ্র্যান্ড মসজিদে বাংলাদেশি ২টি ক্যালিগ্রাফি হস্তান্তর

সরকারি চাকরিতে বেতন বাড়াতে কমিশনের কাজ শুরু