নিউজ ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৬:২৪ বিকাল
আমি এখন অনেকটাই ভালো আছি : টম হল্যান্ড
_original_1759148677.jpg)
হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড।
শুটিং চলাকালে মাথায় আঘাত পেয়েছেনপেয়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা টম হল্যান্ড। ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমার সেটে স্টান্ট করার সময় দুর্ঘটনায় আঘাত পান তিনি। এরপরই তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে এরই মধ্যে নিজের অবস্থার আপডেট দিয়েছেন এ অভিনেতা।
তিনি জানান, এখন আগের চেয়ে অনেকটা ভালো আকছেন। তবে ভালো বোধ করাতেই শুটিংয়ে দৌড় দিচ্ছেন না তিনি। এক সপ্তাহের জন্য স্থগিত থাকছে শুটিং। তবে আঘাত পাওয়ার পরের সপ্তাহান্তে তার বাবা-মায়ের ‘দ্য ব্রাদার্স ট্রাস্ট’-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন টম।
সঙ্গে ছিলেন তার বাগদত্তা ও সহ-অভিনেত্রী জেন্ডেয়া।
টম হল্যান্ড ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিওতে লিখেছেন, ‘কী দারুণ রাত! আবারো একটি বিশাল সাফল্য। দ্য ব্রাদার্স ট্রাস্ট আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তা শব্দে প্রকাশ করা অসম্ভব।
এমন একটি অনবদ্য রাত আয়োজনের জন্য আমার মা ও তার অসাধারণ বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই।
মন্তব্য করুন