ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার নামে  টাকা তুলতে গিয়ে মারধর, কেটে দেয়া হলো চুল 

নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার নামে  টাকা তুলতে গিয়ে মারধর, কেটে দেয়া হলো চুল 

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি : চলনবিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দেখিয়ে দোকান ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিলেন মো. আনোয়ার হোসেন, মো. রফিকুল ইসলাম ও মো. মামুন নামে তিন ব্যক্তি। এ অবস্থায় স্থানীয় লোকজনের মধ্যে বিষয়টি সন্দেহজনক হলে তাদের আটক রেখে মারধর করা হয়।

একই সাথে ওই তিনজনের মাথার চুল কেটে সাজা দেয়া হয়। গত শনিবার দুপুর আড়াইটার দিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘড়িয়া ইউনিয়নের কামালের মোড়ে এই ঘটনা ঘটে। পরে বিষয়টি নেট দুনিয়ায় ভাইরাল হয় এবং অবশেষ থানা পর্যন্ত গড়ায়।

এছাড়ায় থানায় এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। ঘটনার শিকার ব্যক্তিরা হলেন- পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের আনোয়ার হোসেন, একই গ্রামের রফিকুল ইসলাম এবং মামুন হোসেন।

আরও পড়ুন

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কয়েকজন ব্যক্তি তাদের তিনজনের কার্যক্রম সন্দেহজনক মনে করে বাধা দেন এবং বিষয়টি ভুয়া বলে অবহিত করে তাদের আটক করেন। এরপর মারধর করে তাদের মাথার চুল কেটে দেয়া হয়। এসময় তাদের কাছে থাকা ৫ হাজার টাকা এবং হাতে থাকা ঘড়িটি ছিনিয়ে নিয়ে নেয় তারা।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে এ ঘটনায় রাতেই একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছেন। এদিকে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় বাঙালি নদীর ওপর স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকোটি ভেসে গেছে

ফাইনালে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো ভারত

সিলেটে সাবেক মেয়রের বাসায় ঝুলছে দুদকের নোটিশ

ফাইনালে পাকিস্তানের সম্ভাব্য একাদশ

গাইবান্ধার সাদুল্লাপুরে কৃষকের মরিচ ক্ষেতে প্রতিপক্ষের হানা

মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য একাদশ