কুড়িগ্রামের চিলমারীতে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নে পুলিশের অভিযানে পাঁচটি মোটরসাইকেলসহ ৫জনকে গ্রেফতার করেছেন চিলমারী মডেল থানা পুলিশ। গ্রেফতাকৃতরা হলো, মো: জাহাঙ্গীর আলমের ছেলে মিলন(২৬), মৃত আব্দুল জোব্বারের ছেলে হান্নান মিয়া(৩২), মো: জেলহকের ছেলে সাদাকত হোসেন(৩৫) সর্বসাং-কড়াইবরিশাল, মৃত ইমদাদুল হকের ছেলে নুরুল হুদা(৩৫) সাং-গাজির পাড়া, চিলমারী, জাহানুর রহমানের ছেলে রুবেল মিয়া (২৭) সাং- হক বাজার নয়াটারী, হারাগাছ, রংপুর।
পুলিশ জানায়, চুরি-ছিনতাই সহ বিভিন্ন অপরাধের প্রবণতা দেখা দেয়ায় বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে চর এলাকায় অভিযান চালায় পুলিশ। তারা আরও জানান, গত শুক্রবার দিবাগত রাতে চিলমারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুনএসময় ৫ জনকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিদের গতকাল শনিবার বিকেলে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন