ভিডিও রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু ও শিবিরের সহযোগিতায় নতুন ফ্রিজ পেলো সূর্যসেন হলের শিক্ষার্থীরা

সংগৃহিত,ডাকসু ও শিবিরের সহযোগিতায় নতুন ফ্রিজ পেলো

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো অবশেষে। ডাকসুর নবনির্বাচিত হল সংসদের প্রতিনিধিদের উদ্যোগ ও ছাত্রশিবিরের এক সাবেক নেতার সহযোগিতায় হলে যুক্ত হলো একটি নতুন ফ্রিজ। এতে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে আনন্দ ও স্বস্তির পরিবেশ।

হলের শিক্ষার্থীরা জানান, এতদিন খাবার সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় বিশেষ করে গরমকালে নানান ভোগান্তির শিকার হতে হতো। অনেক সময় খাবার নষ্ট হয়ে যেত, ফলে পড়াশোনা ও দৈনন্দিন কাজে বিঘ্ন ঘটত। নতুন ফ্রিজ সংযোজনের ফলে এসব সমস্যার সমাধান হবে বলে তারা আশা প্রকাশ করেন।

সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক বলেন, “আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের জন্য ফ্রিজের ব্যবস্থা করার চেষ্টা করছিলাম। অবশেষে আমাদের হলে পড়াশোনা করা শিবিরের এক সাবেক বড় ভাই এগিয়ে এসে এই ফ্রিজটি উপহার দেন। এটি পুরো হলের শিক্ষার্থীদের জন্য কার্যকর হবে।”

হলের অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক সুবহান আলী হৃদয় বলেন, “আমরা শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। নতুন ফ্রিজ সেই প্রচেষ্টারই অংশ।”

আরও পড়ুন

হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, ফ্রিজ পাওয়ার ফলে তারা এখন আর খাবার সংরক্ষণ নিয়ে চিন্তিত হবেন না। এতে পড়াশোনায় মনোযোগী হওয়া আরও সহজ হবে। তারা মনে করেন, ডাকসু ও সাবেক শিবির নেতার এই যৌথ উদ্যোগ অন্যান্য হলেও অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।

উল্লেখ্য, আজ বাদ জুম্মা সূর্যসেন হল সংসদের পক্ষ থেকে নতুন ফ্রিজটি আনুষ্ঠানিকভাবে হল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এছাড়া উপস্থিত থাকবেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও নির্বাচিত  হল সংসদ প্রতিনিধিবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া -৬ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ সোহেলের গণসংযোগ

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া সিভিল সার্জন অফিসে দু’জন সার্জন, বিব্রতকর পরিস্থিতিতে জেলার চিকিৎসকরা

বগুড়ার ধুনটে সাংবাদিক রফিককে শিক্ষকদের সংবর্ধনা

দুর্দান্ত শুরুর পরও ১৪৬ রানে অলআউট পাকিস্তান

বিগত ফ্যাসিস্ট সরকারের মত কোনো বিতর্কিত নির্বাচন হতে দেয়া হবে না- লেবু মাওলানা