ভিডিও শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার গাবতলীতে শ্বশুরবাড়ির কাছ থেকে জামাইয়ের লাশ উদ্ধার

বগুড়ার গাবতলীতে শ্বশুরবাড়ির কাছ থেকে জামাইয়ের লাশ উদ্ধার। প্রতীকী ছবি

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে শ্বশুরবাড়ির পাশ থেকে সিরাজুল ইসলাম (৪২) নামের এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। শ্বশুরবাড়ির পূর্ব পাশে ধানের জমির কাছ থেকে লাশ উদ্ধার করে পুলিশ মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি ঘটেছে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামে।

জানা গেছে, উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামের আব্দুল বাছেদের মেয়ে ফাইমার (৩৯) সাথে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী গ্রামের মৃত জয়নাল মোন্নার ছেলে সিরাজুলের সাথে দীর্ঘ ২৪ বছর আগে বিয়ে হয়। ৭ থেকে ৮মাস আগে সিরাজুল তার নিজের টিনসেট পাকা বাড়ি-ঘর বিক্রি করে প্রায়ই শ্বশুরবাড়ি এসে অটোরিকশা চালাতো।

গত বুধবার সকালে উপজেলার কাগইল ইউনিয়নের কৈঢোপ গ্রামের লোকজন সিরাজুলের শ্বশুর বাড়ির  বাড়ির পূর্ব পাশে ধানের ক্ষেতের কাছে সিরাজুলের লাশ  পড়ে থাকতে দেখে সিরাজুলের শ্বশুর ও বউকে বিষয়টি জানায়।

সকাল ৭টায় শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ী গ্রামে সিরাজুলের মারা যাওয়ার খবরটি তার ভাই-বোনদেরকে জানানো হলে তারা এসে সকাল ৯টায় ৯৯৯ ফোন দেয়। এরপর গাবতলী মডেল থানার ইন্সপেক্টর(তদন্ত) আবু মুসা এবং সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান।

আরও পড়ুন

সেখানে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। সিরাজুল ইসলামের ভাই-বোনেরা জানায়, তার বউ-শাশুড়ির পরামর্শে সিরাজুলের নিজের টিনসেট পাকা বাড়ি-ঘর বিক্রি করে প্রায় ৪ মাস আগে শ্বশুরবাড়ি এসে অটোরিকশা চালাতো।

সিরাজুলকে সুকৌশলে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজন দাবি করেছেন। এ ব্যাপারে গাবতলী মডেল থানার ওসি সেরাজুল হক জানান, লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে হাতে পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

নাটোরের লালপুরে পুকুর থেকে মরদেহ উদ্ধার

আজ সেলেনা গোমেজের বিয়ে

আরএফএল গ্রুপে নিয়োগ, থাকছে না বয়সসীমা

বান্দরবানে ৪ কোটি টাকার ইয়াবা, ১০ লাখ টাকাসহ ২ নারী আটক

ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হবে : তারেক রহমান