ভিডিও সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

সেপ্টেম্বরের ২০ দিনে ১৯০ কোটি ডলার রেমিট্যান্স আয়

সেপ্টেম্বরের ২০ দিনে ১৯০ কোটি ডলার রেমিট্যান্স আয়। প্রতীকী ছবি

চলতি সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৩০ লাখ মার্কিন ডলার। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র থেকে জানা যায়, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৩০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ১৬১ কোটি ৪০ লাখ ডলার। বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৯০ শতাংশ।

এছাড়া গত ১৮-২০ সেপ্টেম্বর প্রবাসীরা দেশে ১৩ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে এসেছে ৬৮০ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৮ দশমিক ৩০ শতাংশ।

আরও পড়ুন

এর আগে গত আগস্টে দেশে এসেছে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত জুলাইয়ে দেশে এসেছিল ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় ২৪ ঘন্টায় আরও ৭৫ ফিলিস্তিনিকে হত্যা

বিসিবি সভাপতির আলোচিত নির্বাচনী চিঠি অবৈধ চেয়ে হাইকোর্টে রিট

আমাদের দেশে ট্যাক্স দেয় কিন্তু সেবা পায় না : অর্থ উপদেষ্টা

নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা

পূজার পর রাকসু নির্বাচন চায় ছাত্রদল

চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন নুর