ডাকসু ও হল সংসদ নির্বাচনে পাহাড়সম অনিয়মের অভিযোগ ছাত্রদলের

ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে পাহাড়সম অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ভোটের দিন থেকে শুরু করে ব্যালট পেপার ব্যবস্থাপনা, ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপেই নানান অনিয়ম ঘটেছে বলে অভিযোগ সংগঠনটির।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে এসব অভিযোগ উত্থাপন করেন।
ছাত্রদলের অভিযোগ অনুযায়ী, নির্বাচনের আগেই বিপুল সংখ্যক ব্যালট পেপার সিলমোহর দিয়ে রাখা হয়। এমনকি ভোটার উপস্থিতি ছাড়াই ভোটার তালিকায় স্বাক্ষর দেওয়া এবং নির্দিষ্ট প্যানেলের পক্ষে ব্যালট প্রদানসহ নানা জালিয়াতি সংঘটিত হয়েছে।
এছাড়া, ব্যালট পেপারের সংখ্যা, ভোটকেন্দ্র থেকে ফেরত আসা ব্যালটের হিসাব প্রকাশ না করা, নিরাপত্তাহীন ছাপাখানা থেকে ব্যালট প্রিন্ট করা এবং ভোটগণনার সময় প্রার্থীদের এজেন্টদের জোর করে বের করে দেওয়ার অভিযোগও করেছে সংগঠনটি।
আরও পড়ুনছাত্রদল আরও দাবি করেছে, ২০১৯ সালের ডাকসু নির্বাচনের মতো এবারও ব্যালট ব্যবস্থাপনায় কোনো স্বচ্ছতা ছিল না। নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের কাছ থেকেও সঠিক তথ্য পাওয়া যায়নি।
প্রার্থীরা অভিযোগ করেন, পরিকল্পিত অনিয়মের কারণে প্রকৃত ভোটারদের মতামত প্রতিফলিত হয়নি। তারা এ নির্বাচনকে "প্রহসন" আখ্যা দিয়ে অবিলম্বে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন