ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁর রাণীনগরে ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি

নওগাঁর রাণীনগরে ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি। প্রতীকী ছবি

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বাড়ির সবাই একসাথে হরিবাসর দেখতে যাওয়ায় আলমারির ড্রয়ার থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে। গত বুধবার বিকেলে এ ঘটনা ঘটার পর রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খট্রেশ্বর নাপিতপাড়া গ্রামের শ্রী তিনকুড়ি সরকারের ছেলে সুজিত সরকারের।

সুজিত সরকার জানান, গত বুধবার দুপুরে পরিবারের সবাই পার্শ্ববতী নিজামপুর গ্রামে হরিবাসর দেখতে যাই। পরে বিকেলে বাড়ি ফিরে দেখি বাড়ির মধ্যে কয়েকটি আলমারির ড্রয়ার ভেঙে চোরেরা পোনে ৬ভরি স্বর্ণের গহনা চুরি করে নিয়ে গেছে। চোরেরা বাড়ি সংলগ্ন কাঁঠাল গাছে উঠে বাড়িতে প্রবেশ করে। এ ঘটনায় গত বুধবার রাতেই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো: রায়হান বলেন, স্বর্ণালঙ্কার চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। একজন অফিসার পাঠিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার সুজানগরের বাজারে ১ কেজি করলার দামে ২ কেজি চাল

কুমড়ার বীজ কেন এত উপকারী?

অবশেষে জানা গেল কোথায় আছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউপির সাবেক সদস্য জহুরুল ইসলামের রহস্যজনক মৃত্যু

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা

সুখাইড়ের সেই ছেলেটিই আজকের অনির্বাণ