রংপুরে যোগদানের এক বছর পূর্তিতে বেরোবি উপাচার্যের সংবাদ সম্মেলন

রংপুর জেলা প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরের উপাচার্য হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে প্রফেসর ড. মোঃ শওকাত আলীকে বিভিন্ন বিভাগ, দপ্তর ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিকভাবে এগিয়ে নেয়ার নানা উদ্যোগ তুলে ধরেন। গত ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ শওকত আলী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে বর্ষপূর্তির দিনে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে সঙ্গে নিয়ে কেক কাটেন উপাচার্য।
সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, দায়িত্ব পালনের প্রথম দিন থেকে তিনি বিশ্ববিদ্যালয়কে একাডেমিক ও প্রশাসনিকভাবে এগিয়ে নিতে নানা উদ্যোগ গ্রহণ করেন। প্রফেসর ড. মোঃ শওকত আলী শিক্ষার্থীদের ক্লাসরুমে ফিরিয়ে এনে তাদের একাডেমিক কার্যক্রম সচল করেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকা ক্যাম্পাসে দ্রুত ক্লাস পরীক্ষা চালু করেন। শিক্ষার্থীদের সেশনজট নিরসনেও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন, উন্নয়ন ও আধুনিকায়নে তিনি উদ্যোগ গ্রহণ করেন।
আরও পড়ুনগত এক বছরে গৃহীত বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো- শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচারে সরকারি উদ্যোগে ও তদন্তে সহযোগিতা, শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ, শহীদ আবু সাঈদ স্মরণে বইমেলা, ক্রীড়া প্রতিযোগিতাসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণ, ক্যাম্পাসে নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা, আহত জুলাই যোদ্ধাদের সুচিকিৎসার ব্যবস্থা, ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড এবং শিক্ষার্থী অগ্রাধিকার প্রদান, আধুনিক পাঠ্যক্রম, গবেষণা উন্নয়ন এবং প্রকাশনা চালু করা হয়। বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে প্রশাসনিক সংস্কার ও ডিজিটালাইজেশন, প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনের মাধ্যমে আইকিউএসি এর কার্যক্রম গতিশীল, আন্তর্জাতিক সেমিনার আয়োজন, শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি ও দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কোর্স এবং ক্যাম্পাস রেডিও’র কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়াচর্চা ও সৃজনশীল কর্মকান্ডে সম্পৃক্তকরণ এবং বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের সংকট মোকাবেলায় দুইটি একাডেমিক ভবনের উর্ধ্বমুখী চারতলা হতে ছয়তলা সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। সেই সাথে ক্যাম্পাসে উপ-উপাচার্য, ট্রেজারার, রেজিস্ট্রার ও অতিথি ভবন নির্মাণের লক্ষ্যে দরপত্র আহবান করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ২য় তলা, ক্যাফেটেরিয়ার ৩য় তলার সম্প্রসারণ কাজ চলমান রয়েছে।
দূর-দুরান্তের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর যাতায়াতের কথা চিন্তা করে পার্শ্ববর্তী উপজেলা সমূহে নতুন ৭টি বাস সার্ভিস চালু করা হয়েছে। একাডেমিক মাস্টার প্ল্যান এর কাজ চলমান রয়েছে যা আগামী মাসে চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে। এক হাজার কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ আনয়নের জন্য একাডেমিক মাস্টারপ্ল্যান ও ইঞ্জিনিয়ারিং মাস্টারপ্ল্যান -এর প্রাথমিক কাজ (ফিজিবিলিটি স্টাডি) সম্পাদনের জন্য ৩ কোটি ৯১ লক্ষ টাকার অর্থ বরাদ্দ পাওয়া গিয়েছে। পরে নারী শিক্ষার্থীদের জন্য নির্মিত একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কমন রুমের উদ্বোধন করেন প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপাচার্য।
মন্তব্য করুন