ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় ৮০ টাকার কমে মিলছে না বেশিরভাগ সবজি

বগুড়ায় ৮০ টাকার কমে মিলছে বেশিরভাগ সবজি, ছবি সংগৃহীত

স্টাফ রিপোর্টার : বগুড়ার বাজারগুলোতে ৮০ টাকার কমে মিলছে না বেশিরভাগ সবজি। টানা কয়েক দিনের বৃষ্টিতে সরবরাহ ঘাটতির কারণে সবজির এমন দাম বলে দাবি খুচরা ব্যবসায়ীদের। এছাড়াও মধ্যস্বত্বভোগীদের দৌড়াত্মেও সবজির দাম সাধারণের ধরাছোঁয়ার বাহিরে বলে মনে করছেন তারা।

আজ বৃহস্পতিবার বগুড়ার ফতেহ আলী বাজারসহ বেশিরভাগ বাজার ঘুরে দেখা যায়, সবজির আকাশচুম্বি দাম। বেগুনের কেজি ৮০ থেকে ১২০ টাকা, ঢেড়স, বরবটি, ঝিংগা, করলা ও কাররোলের কেজি ৮০ টাকা, পটল ও শশার কেজি ৬০, কাঁচামরিচ ১৬০, পেঁয়াজের কেজি ৭০ থেকে ৭৫ টাকা, চিচিংগা ও কচুমুখী ৪০ থেকে ৬০ টাকা। এছাড়া আলুর কেজি ২০ থেকে ২৫ টাকা, আদা ১৬০, রসুন ১২০ থেকে ১৬০ এবং শিম ১৬০ থেকে ১৮০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। মিষ্টিকুমড়ার কেজি ৫০ থেকে ৬০ এবং একমাত্র কম দামে বিক্রি হচ্ছে পেঁপে। প্রতি কেজি পেঁপের দাম ২০ থেকে ২৫ টাকা।

শহরের ফতেহ আলী বাজারের সবজি ব্যবসায়ী পুটু মিয়া বলেন, টানা কয়েক দিনের বৃষ্টিতে সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টির কারণে স্থানীয় হাট-বাজারগুলোতে সবজির সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে, ফলে গত কয়েক দিন ধরেই সবজির দাম বাড়তি। তিনি আরও বলেন, কৃষক কিছুটা সহনশীল দামে তাদের উৎপাদিত সবজি বিক্রি করলেও মধ্যস্বত্বভোগী (ব্যাপারীরা) সেই সবজি কয়েক হাত ঘুরে ভোক্তার কাছে তা দ্বিগুণ দামে তুলে দিচ্ছেন। এ কারণেও সবজির দাম বাড়ছে।

আরও পড়ুন

এছাড়াও বগুড়ার ফতেহ আলী বাজারে প্রতি কেজি বিআর-২৮ চাল ৬০/৬২ টাকা, বিআর-৪৯ চাল ৬২/৬৩, স্বর্ণা ৫৮/৬০, কাটারিভোগ ৭২/৭৫, নাজিরশাইল ৮৫/৮৬ এবং মিনিকেট চাল ৭৫/৭৬ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। প্রতি কেজি আটার প্যাকেটে দাম বেড়ে ৫৫ টাকা এবং ময়দা ৭০ টাকায় বেচাকেনা হচ্ছে। এক লিটার বোতলজাত সয়াবিন তেল ১৮৯ এবং পাঁচ লিটার তেল ৯১০ টাকায় বিক্রি হচ্ছে। এদিন ডিমের হালি ৪৪/৪৫, দেশি মুরগির কেজি ৫০০, ব্রয়লার ১৭০ এবং ককরেল মুরগি ২৭০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়। গরুর মাংস ৭২০/৭৫০ এবং খাসির মাংসের কেজি ১০৫০ থেকে ১১শ’ টাকা।

এদিনে ইলিশের কেজি সর্বনিম্ন এক হাজার টাকা থেকে ২২শ’ টাকা, আড়াই থেকে তিন কেজি ওজনের সিলভার কার্প মাছ প্রতি কেজি ২২০ টাকা, তিন কেজি ওজনের কাতল মাছ সাড়ে তিনশ’ টাকা এবং দেড় থেকে দুই কেজি ওজনের রুই মাছ ৩শ’ টাকা কেজিতে বিক্রি হতে দেখা যায়। এছাড়াও চিংড়ির কেজি ৮শ’ টাকা, টেংরা মাছ ৪০০ থেকে ৪৫০, পাবদা আকারভেদে ৩০০ থেকে ৩৫০ টাকায় বেচাকেনা হতে দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

বগুড়ায় রেলওয়ে কলোনিতে যৌথ বাহিনীর অভিযানে মাদকসহ গ্রেফতার ৯

দেশের প্রথম ক্যাশলেস ক্যাম্পাস রাবি