গফরগাঁওের সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ২২ নেতাকর্মী গ্রেপ্তার
_original_1758097257.jpg)
ময়মনসিংহের গফরগাঁও পৌরসভার সাবেক মেয়রসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত সোমবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাদের।
এদিকে মঙ্গলবার রাজধানীর শ্যামলী ও মতিঝিলে ঝটিকা মিছিলের চেষ্টার সময় দলটির আরও ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সদরদপ্তর জানায়, সারাদেশে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযোগে ১ হাজার ৬৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ১২৬ জনকে মামলা ও পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- বরগুনার বেতাগী উপজেলার ৫ নম্বর বুড়া মজুমদার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুছ আলী, গাজীপুর মহানগর যুবলীগ নেতা শামীম ওসমান, ঢাকা মহানগর দক্ষিণ ২৬ নম্বর ওয়ার্ড ওয়েস্ট অ্যান্ড হাই স্কুল ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ দেওয়ান শিপু, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এবং গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সার আহম্মদ, ঢাকা উত্তরের ৫৩ নম্বর ওয়ার্ড কৃষক লীগের সহসভাপতি মো. সোলেমান, ঢাকা মহানগর দক্ষিণের ৬৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইকরামুল হাসান রুবেল, টাঙ্গাইলের বাসাইল থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বাসাইল উপজেলার চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, ক্যান্টনমেন্ট থানার বারনটেক ইউনিট শ্রমিক লীগের সভাপতি খাইরুল ইসলাম, ঢাকা মহানগরের ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি সজীব খান, দারুস সালাম থানার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসলাম খান ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া। পুলিশ জানায়, গ্রেপ্তার সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে।
আরও পড়ুনঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেপ্তার ১০
রাজধানীর শ্যামলীর শিশুমেলার সামনে ঝটিকা মিছিলের চেষ্টার সময় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। ওই সময় নেতাকর্মীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে গ্রেপ্তারদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালায় বলে জানায় পুলিশ।
অপরদিকে এদিন ভোরে মতিঝিলের শাপলা চত্বর এলাকায় ঝটিকা মিছিলের চেষ্টা চালান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তিনজনকে ধাওয়া দিয়ে আটক করে পুলিশ।
চট্টগ্রাম ও কুমিল্লায় ছাত্রলীগ, যুবলীগের ১২ জন আটক
চট্টগ্রাম ব্যুরো ও দাউদকান্দি প্রতিনিধি জানান, চট্টগ্রাম ও কুমিল্লার দাউদকান্দিতে পৃথক দুটি মিছিল থেকে মঙ্গলবার ছাত্রলীগ ও যুবলীগের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে সাতজনকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দাউদকান্দিতে পাঁচজনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মন্তব্য করুন