ভিডিও মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কুমিল্লায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বাস-অটোরিকশা সংঘর্ষে চালকসহ ২ জন নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলা ̄খিলা দক্ষিণ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় বাস রেখে চালক পালিয়ে যায়। দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশাটি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ।

প্রতক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালি আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলা খিলা বাজার এলাকায় একটি মালবাহী ট্রাক ডানদিকে ইউটার্ণ নিচ্ছিল। এ সময়  নোয়াখালি থেকে আসা ঢাকাগামী একটি বেপরোয়া গতির যাত্রীবাহী নীলাচল বাস পিছন থেকে  ওভারটেক করার সময় খিলা অভিমুখে যাওয়া একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।

এ সময় বাসের ধাক্কায় চালকসহ অটোরিকশায় থাকা দুই যাত্রী ছিটকে পড়ে। ঘটনাস্থলেই শাহ আলম (৬৫) নামে এক যাত্রী নিহত হয়। সে খিলা ইউপির উল্লাপাড়া গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

আরও পড়ুন

ঘটনাস্থল থেকে অবচেতন অবস্থায় গুরুতর আহত অটোরিকশা চালক বাদল (১৫) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরেক যাত্রী অটোরিকশাচালক বাদলের বাবা গুরুতর আহত শফিকুর রহমান (৬২) কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

লাকসাম হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর দুর্ঘটনার বিষয় নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস ও অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুড গভর্নেন্স দরকার : উপদেষ্টা

সিরাজগঞ্জের শাহজাদপুরে বৃদ্ধের আত্মহত্যা

পাবনার সুজানগরে পাইপগান উদ্ধার

ঢাকায় চীনের ভিসা অফিস বন্ধ থাকবে ৮ দিন

বগুড়ার কাহালুতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও শিশুসহ তিনজন নিহত

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, ৮ শ্রমিক দগ্ধ