মিরসরাইয়ে গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

মিরসরাইয়ে গণধর্ষণ মামলার পলাতক আসামি আবদুল আজিজকে (২৫) গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইছাখালী ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে আব্দুল আজিজকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, গত ৩০ আগস্ট রাত সাড়ে ৮টার রবি কোম্পানির সিম বিক্রয়কর্মী (২২) জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন ভাবির হোটেল মোড় থেকে সিম বিক্রি শেষে সিএনজি-অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে গণধর্ষণের শিকার হন। অভিযুক্ত সিএনজিচালিত অটোরিকশা চালক আব্দুল্লাহ (২৪) ও আরেক চালক আব্দুল আজিজ (২৫) যোগসাজশে ভুক্তভোগীকে বেপজা জোনের ৩০০ ফিট সড়কের দক্ষিণ পাশে নির্জন খালের ধারে নিয়ে গিয়ে গণধর্ষণ করে।
আরও পড়ুনএ ঘটনায় জোরারগঞ্জ থানায় মামলা দায়ের হলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রধান আসামি আব্দুল্লাহকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। তবে অন্য আসামি আব্দুল আজিজ পলাতক ছিলেন। সোমবার আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল হালিম বলেন, গণধর্ষণ মামলার পলাতক আসামি আব্দুল আজিজকে (২৫) গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন