বগুড়া শহরে ভুয়া চিকিৎসক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: বগুড়ায় শহিদুল ইসলাম (৫৫) নামে এক ভুয়া চক্ষু চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে সদর থানার পুলিশের একটি টিম শহরের নিশিন্দারা নুরানী মোড় এলাকায় তার চেম্বার থেকে তাকে গ্রেফতার করে।
সদর থানার ওসি মো: হাসান বাসির জানান, ধৃত শহিদুল একজন ভুয়া চিকিৎসক। তার চিকিৎসকের কোন সনদ পত্র নেই। তারপরও সে চেম্বার খুলে রোগীর চোখের চিকিৎসা করে আসছিল।
আরও পড়ুনতার চিকিৎসায় অনেক রোগী ক্ষতিগ্রস্থ হয়েছেন। তার বিরুদ্ধে কোর্টে দায়েরকৃত একাট মামলার ওয়ারেন্ট ছিল। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ধৃত শহিদুল নিশিন্দারা এলাকার বাসিন্দা।
মন্তব্য করুন