ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

১০ জন নিয়েই জয় তুলে নিলো রিয়াল

১০ জন নিয়েই জয় তুলে নিলো রিয়াল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : এক ঘণ্টার বেশি সময় ১০ জন নিয়ে খেলেও জয় পেতে কষ্ট হয়নি রিয়াল মাদ্রিদের। এমবাপ্পের দুর্দান্ত নৈপুণ্য আর তরুণ আর্দা গুলের গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ২-১ ব্যবধানের জয় নিয়ে ফিরেছে জাবি আলোনসোর দল।

ম্যাচের ১২ মিনিটেই এগিয়ে যায় রিয়াল। ফরাসি তারকা এমবাপ্পে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান। তবে ৩২ মিনিটেই বিপাকে পড়ে অতিথিরা। লাল কার্ড দেখে মাঠ ছাড়েন রিয়াল ডিফেন্ডার ডিন হুইসেন। একজন কম নিয়েও দমে যায়নি রিয়াল। বিরতির আগ মুহূর্তে এমবাপ্পের দারুণ ড্রিবলিং থেকে পাওয়া পাসে গোল করেন তুর্কি ফরোয়ার্ড আর্দা গুলের। দুই গোলে পিছিয়ে থাকলেও তখন হাল ছাড়েনি সোসিয়েদাদ। আন্দের বারেনেচিয়ার ক্রস রিয়ালের ডিফেন্ডার দানি কারভাহালের হাতে লাগলে পেনাল্টি পায় স্বাগতিকরা। স্পটকিক থেকে মিকেল ওয়ারইয়াবাল গোল করে ব্যবধান কমান। এরপর ম্যাচে আরও আধা ঘণ্টার বেশি সময় বাকি থাকলেও সোসিয়েদাদ সমতা আনা দ্বিতীয় গোলটি করতে পারেনি। চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা দলগুলোর চেয়ে পাঁচ পয়েন্টে এগিয়ে তারা।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মব সন্ত্রাস কঠোরভাবে দমন করা হবে’

বেনাপোল বন্দর দিয়ে এক বছরে ৪৭০ কোটি টাকার মাছ রপ্তানি

ফরিদা আপার কণ্ঠ তীরের মতো হৃদয় স্পর্শ করতো : কনকচাঁপা

দারুণ জয়ে শীর্ষে আর্সেনাল

সুনামগঞ্জে ডিসি অফিসের দুই কর্মচারীর মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন

লন্ডনে অভিবাসনবিরোধী বিক্ষোভে লাখো মানুষ