নাটোরে দীঘিতে বিষ প্রয়োগে ১২ লাখ টাকার মাছ নিধন

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের ব্যক্তিগত দীঘিতে বিষ প্রয়োগ করে ১২ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের সান্যালপাড়া এলাকায় প্রায় ১০ বিঘার ওপর বিস্তৃত দীঘিতে রুই, কাতলা, মৃগেল, সিলভার, টেংরাসহ বিভিন্ন প্রজাতির প্রায় তিন হাজার মাছ মারা গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভোর থেকেই মাছ ভেসে উঠতে দেখা যায়। প্রথমে ধারণা করা হয়েছিল, পানিতে গ্যাস জমে মাছ মারা গেছে। কিন্তু ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়ে স্পষ্ট হয়, এটি পরিকল্পিতভাবে বিষ প্রয়োগের ফলাফল। ফাগুয়ারদিয়াড় ইউনিয়নের গ্রাম পুলিশ আকরাম হোসেন বাবু বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যায় সব মাছ স্বাভাবিক ছিল। সকালে এসে দেখি মাছগুলো মারা যাচ্ছে। এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি। মনে হচ্ছে, শত্রুতাবশত কেউ এই কাজ করেছে।
প্রাথমিকভাবে দীঘির মালিক পক্ষের ধারনা এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, উপজেলা পর্যায়ে এমন ঘটনার কারণ নির্ধারণে প্রযুক্তিগতভাবে আমাদের সীমাবদ্ধতা রয়েছে। সাধারণত গ্যাস ট্যাবলেট বা বিষ প্রয়োগ করলে এ ধরনের ঘটনা ঘটে।
আরও পড়ুনএবিষয়ে দীঘির মালিক সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল পলাতক থাকায় তার মন্তব্য পাওয়া যায়নি। বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, এ পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন