ভিডিও শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

বিশ্বকাপে খেলতে নেইমারকে যে শর্ত দিলেন আনচেলত্তি

বিশ্বকাপে খেলতে নেইমারকে যে শর্ত দিলেন আনচেলত্তি

ইনজুরির কারণে দীর্ঘদিন জাতীয় দলের জার্সিতে মাঠের বাইরে নেইমার। ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে তিনি, সেসময় বাঁ হাঁটুর লিগামেন্ট (এসিএল) ও মেনিসকাস ছিঁড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে চলে যান ব্রাজিলিয়ান সুপারস্টার।

এ বছরের সেপ্টেম্বর মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ দিয়ে মাঠে ফেরার কথা ছিল নেইমারের কিন্তু চোটের কারণে তাকে শেষ মুহূর্তে বাদ দেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তবে ২০২৬ বিশ্বকাপে তার খেলার সম্ভাবনা এখনও আছে, তবে শর্ত সহকারে। কোচের শর্ত হলো, নেইমারকে প্রমাণ করতে হবে যে তিনি পুরোপুরি ফিট আছেন এবং বিশ্বকাপ শুরুর আগে এ শর্ত পূরণ করতে পারলেই তবে তিনি দলে জায়গা পাবেন।

কোচ আনচেলত্তি বলেন,‘নেইমার কেমন খেলে সেটা দেখার কিছু নেই। সবাই তার প্রতিভা সম্পর্কে জানে। তবে বর্তমান সময়ে প্রতিভার সঠিক ব্যবহার করতে হলে খেলোয়াড়কে ফিট থাকতে হবে। যদি নেইমার সেরা অবস্থায় থাকে তবে জাতীয় দলে তার কোনো সমস্যা হবে না। সবাই চায় নেইমার যেন ভালো শারীরিক অবস্থায় জাতীয় দলে থাকে।’

আরও পড়ুন

ফিট থাকলে নেইমারকে আক্রমণাত্মক মিডফিল্ডার অথবা স্ট্রাইকার হিসেবে খেলাতে চান আনচেলত্তি। তিনি আরও বলেন,‘আমি নেইমারের সঙ্গে কথা বলেছি। তাকে আমি আক্রমণাত্মক মিডফিল্ডার বা স্ট্রাইকার হিসেবে বেছে নেবো। আধুনিক ফুটবলে ফরোয়ার্ডদের শারীরিক সক্ষমতা দরকার। তবে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে তার কোনো সমস্যা নেই।’

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচ হেরে পঞ্চম স্থানে থেকে বাছাই পর্ব শেষ করলেও এর আগেই বিশ্বকাপে নিজেদের জায়গা নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ

জয়পুরহাটের ক্ষেতলালে দুই শিক্ষক ১১ মাস থেকে বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন 

সাম্প্রতিক সময়ের দর্শকপ্রিয় চার সিনেমায় আলোচিত নার্গিস

বগুড়া দুপচাঁচিয়ায় এক কেজি গাঁজাসহ ১ জন গ্রেফতার

তাদের চাঁদাবাজিতে দেশের মানুষ অতিষ্ঠ: ফয়জুল করীম

বগুড়ার সোনাতলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১