ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

যে কথা হয়নি বলা পপি’র, শুভ জন্মদিন

পপি । ছবি ঃ দীপু খান

অভি মঈনুদ্দীন ঃ গুনী চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমাতে চিত্রনায়ক ওমর সানীর বিপরীতে অভিনয়ের মধ্যদিয়ে ঢাকাই সিনেমায় মৌসুমী-শাবনূরের পর আরো এক নায়িকার অভিষেক হয়। অভিষেক সিনেমাতেই তিনি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এই সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটারে’ গানটি সেই সময় দেশের আনাচে কানাচে পৌঁছে গিয়েছিলো। সিনেমাতে পপির অনবদ্য অভিনয় এবং তার গ্ল্যামারাস উপস্থিতি তাকে প্রথম সিনেমাতেই নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে।

যে কারণে এর পরের পথচলাটা যেন পপির জন্য কিছুটা হলেও সহজ হয়ে যায়। এরপর পপিকে একে একে দেখা যায় ‘দরদী সন্তান’,‘ চারিদিকে শত্রু’,‘ অন্যায় আবদার’,‘ এই মন তোমাকে দিলাম’,‘ জোর’,‘ মনের মিলন’,‘ মানুষ মানুষের জন্য’,‘ প্রাণের প্রিয়তমা’,‘ পাহারাদার’,‘ অবুঝ মনের ভালোবাসা’,‘ কারাগার’,‘ লাল বাদশা’,‘ দু’জন দু’জনার’,‘ মা যখন বিচারক’, ‘বিদ্রোহ চারিদিকে’,‘ মা যখন বিচারক’, ‘অনেক দিনের আশা’,‘ ভালোবাসার ঘর’,‘ জীবন মানেই যুদ্ধ’,‘ আমার ঘর আমার বেহেস্ত’,‘ বিদ্রোহী সন্তান’,‘ নারীরাও প্রতিবাদী’, ‘রানী কুঠির বাকী ইতিহাস’, ‘ অন্ধকারে চিতা’,‘ শ্রেষ্ঠ সন্তান’,‘ জগত সংসার’,‘ মেঘের কোলে রোদ’, ‘কী যাদু করিলা’,‘ বস্তির রানী সুরিয়া’ ইত্যাদি। পপি ২০০৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘কারাগার’ সিনেমায় প্রথম শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।

পরবর্তীতে নারগিস আক্তারের ‘মেঘের কোলে রোদ’ এবং সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মণ্ড পরিচালিত ‘গঙ্গাযাত্রা’ সিনেমাতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। পপি সর্বশেষ অভিনয় করেন ‘ডাইরেক্ট অ্যাটাক’ নামের একটি সিনেমায়। জানা যায়, পপি অভিনীত ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমাটির কাজ আবারো শুরু হবে, এমনটাই শোনা যাচ্ছে। তবে পপি আর অভিনয়ে ফিরবেন কী না তা এখনো নিশ্চিত নয়।

আরও পড়ুন

এদিকে পপি তার স্বামী আদনান ও একমাত্র সন্তান আয়অতকে নিয়ে বেশ সুখে আছেন। আপাতত স্বামী, সন্তান সংসার নিয়েই ব্যস্ত তিনি, ভালো আছেন বলেও জানান তিনি। এদিকে আজ পপির জন্মদিন।

জন্মদিন প্রসঙ্গে পপি বলেন,‘ সিনেমাতে কাজ করার সময়টাতে আসলে জন্মদিন ছিলো আমার কাছে দিনব্যাপী উৎসবের মতো। আগেরদিন রাত থেকে বাসায় একটা উৎসব উৎসব ভাব শুরু হতো। প্রিয়জনেরা ফোন করতেন, অনেক ভক্তও মোবাইল নাম্বার সংগ্রহ করে ফোন করতেন, শুভেচ্ছা জানাতেন। আবার কেউ কেউ বাসায় ফুল কেক পাঠিয়ে দিতেন। কখনো কখনো সিনেমার শুটিং-এ জন্মদিন উদযাপন করেছি বেশ উচ্ছ্বাসের মধ্যদিয়ে, আনন্দের মধ্যদিয়ে। আমার ‘পপি ফ্যান ক্লাবগুলো’ও দেশজুড়ে দিনব্যাপী নানান কার্যক্রম পরিচালনা করতো। আজকের জন্মদিন ঘরোয়াভাবেই কাটবে। আমাদের নিজস্ব কিছু এতিম খানা আছে সেখানে ক্বোরআন খতম এবং খাওয়া দাওয়ার আয়োজন করা হচ্ছে। জন্মদিনে আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশের চ্যানেলগুলোর প্রতি, কারণ তারা আমার জন্মদিনে আমাকে ঘিরে নানান আয়োজন রাখতো, সিনেমা, গান প্রচার করতো, পত্রিকাগুলো আমাকে নিয়ে প্রতিবেদন করতো। তবে জীবনের এই পর্যায়ে এসে আমি শুধু এতোটুকু বরতে চাই-আমার জীবন থেকে নেয়া এই উপলদ্ধি। পরিবারের জন্য সবাই দায়িত্ব পালন করবেন, কিন্তু নিজের পায়ের তলার মাটি শক্ত না করে , নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে পরিবারের জন্য পুরো নিবেদিত হয়ে কিছু করবেন না। কারণ পরবর্তীতে যেন কেউ আঙ্গুল তুলে কথা না বলতে পারে। যেহেতু সমাজে, চলচ্চিত্রে আমার একটি অবস্থান আছে। তাই আমার ভক্ত, দর্শকদের আগামীদিনের ভালোর জন্যই কথাগুলো বললাম। কারণ একজন মানুষের দেয়া উপদেশ বা নির্দেশনায় মানুষের জীবন বদলে যায়। একটা সময় আমি মনে করতাম পরিবারের সবাই আমার। পরে সবাই যার যার মতো প্রতিষ্ঠিত হয়ে যাবার পর দেখলাম কেউই আর আমার না। আমাকে কঠিন আঘাত দিয়ে, সমাজের কাছে মিথ্যে অপবাদ দিয়ে আমাকে শূণ্য করে দিয়ে গেছে আমার মা বোনেরা। আমি আমার ইণ্ডাষ্ট্রির মানুষকে সেই সময়টাতে পাশে পেয়েছি। নায়িকা পপিকে নয় ব্যক্তি পপিকে উপলদ্ধি করে তারা পাশে দাঁড়িয়েছিলো। আমি সত্যিই কৃতজ্ঞ আমার চলচ্চিত্র পরিবারের কাছে। আর আমার স্বামী আদনান প্রসঙ্গে বলবো, ও আমার জীবনের সবচেয়ে ভালো বন্ধু। আমাকে আগলে রেখেছে, আমাকে সাহস দিয়েছে, আমাকে সাপোর্ট করেছে। শেষ কথা শুধু এটুকতুই বলবো, কেউ কেউ আমার মায়ের কথা শুনে বিভ্রান্তিতে পড়ে নিজেদের চ্যানেলের টিআরপি বাড়ানোর জন্য মিথ্যে সংবাদ প্রচার করেছেন বা করছেন-এটা উচিত নয়। সত্য প্রকাশে আপোসহীন থাকতে হয়।’ 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন : প্রাথমিক তালিকায় ভিপিসহ ৭ জনের প্রার্থিতা বাতিল

রাজশাহীর সেই পাহাড়িয়াদের ‘উচ্ছেদের’ অভিযোগ মনগড়া

দীর্ঘ ৯ বছর বন্ধ থাকার পর চালু হচ্ছে বগুড়া জেলা সুইমিংপুল

গাইবান্ধার ফুলছড়িতে প্রস্তাবিত টেকনিক্যাল কলেজ স্থাপন নিয়ে উত্তেজনা

সেন্টমার্টিনে ৫ ট্রলারসহ ৩০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

পর্যটন কেন্দ্রের অপার সম্ভাবনার নাম সুজানগরের গাজনার বিল