ভিডিও বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

‘দেখিয়ে দেওয়ার কিছু নেই, ভালো ক্রিকেট খেলে এসেছি’

‘দেখিয়ে দেওয়ার কিছু নেই, ভালো ক্রিকেট খেলে এসেছি’

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে সব অধিনায়ককে নিয়ে সংবাদ সম্মেলনে প্রত্যেকের কাছেই দলের প্রত্যাশা এবং শক্তিমত্তা নিয়ে জানতে চাওয়া হয়। যেখানে লিটন দাসের সামনে বাংলাদেশ দলের অতীতে তিনবার ফাইনালে ওঠার স্মৃতি মনে করিয়ে দেওয়া হয়। ২০১২ ও ২০১৬ সালে ঘরের মাঠে এবং ২০১৮ সালে দুবাইতেই ফাইনাল খেলেন মুশফিক-মাশরাফিরা। তবে প্রতিবারই হৃদয় ভাঙে রানার্সআপ হয়ে। এবার নিশ্চয় লিটনের সামনে দেখিয়ে দেওয়ার চ্যালেঞ্জ?

উত্তরে ‘দেখিয়ে দেওয়া’ ব্যাপারটি ছাড়া বাকি সবকিছুতেই সহমত পোষণ করেন লিটন। ‘আমরা বেশ কয়েকবার রানার্সআপ হয়েছি। এখনও চ্যাম্পিয়নের স্বাদ পাইনি। অতীত তো ইতিহাস; ইতিহাস তৈরি হয় ভাঙার জন্য। আমরা ভালো খেলার চেষ্টা করব। এখানে দেখিয়ে দেওয়ার কিছু নেই। সম্প্রতি ভালো ক্রিকেট খেলে এসেছি। ক্যাম্পও করেছি। এশিয়া কাপের জন্য ভালো প্রস্তুতি নিয়ে এসেছি আমরা। চ্যালেঞ্জ আসবে, সেটি আমরা মোকাবিলার জন্যও প্রস্তুত। আমরা শতভাগ দেওয়ার চেষ্টা করব।’

গ্রুপ ‘বি’ তে বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে। এরপর আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ১৩ ও ১৬ সেপ্টেম্বর।

মাঝখানে রশিদ খানকে বসিয়ে দুই পাশে আসন রাখা হয়েছিল পাকিস্তান অধিনায়ক সালমান আগা আর ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তাদের কাছে প্রশ্ন ছিল খেলার মধ্যে আগ্রাসী মনোভাব নিয়ে। যার উত্তরে সূর্যকুমার বলেন, ‘মাঠে নামলে এই ব্যাপারটি এমনিতেই চলে আসে, আগ্রাসী না থাকলে এই খেলাটাই আপনি খেলতে পারবেন না। মাঠে নামার জন্য আমরা মুখিয়ে আছি।’

আরও পড়ুন

সূর্যের তুলনায় লাজুক সালমান। ‘আসলে প্রতিটি ক্রিকেটারেরই একটা নিজস্বতা আছে। কাউকে নির্দেশনা দিয়ে আগ্রাসী করা যায় না, পেসাররা যেমন স্বাভাবিকভাবেই এমন মেজাজে থাকে। তাদের এটি থেকে বিরত রাখা যায় না। আমার দলের প্রতি এ ধরনের কোনো নির্দেশনা নেই। কারণ তারা জানে, তাদের কী করতে হবে।’

আগ্রাসনের ব্যাপারে ভিন্নমত থাকলেও ভারত-পাকিস্তান দুই দলের অধিনায়ক একটি ব্যাপারে অন্তত একমত। ‘ফেভারিট’-এই তকমাটা কেউ গায়ে নিতে চান না। সূর্যকুমারের যুক্তি, ‘কে বলছে আমরা ফেভারিট? আসলে কারও যদি প্রস্তুতি ভালো থাকে, তাদের আত্মবিশ্বাসটা বেড়ে যায়। এর বেশি কিছু নয়। নির্দিষ্ট দিনে ভালো খেললেই কেবল ম্যাচ জেতা যায়।’ সালমানেরও সুর ঠিক তেমনই। ‘টি২০তে ফেভারিট বলে কিছু হয় না। এখানে ম্যাচে দু-একটি ওভারই সবকিছু ঘুরিয়ে দিতে পারে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেনীতে দশদিনে ২০ জনের ডেঙ্গু শনাক্ত

পা‌কিস্তা‌নের হাইকমিশনারের স‌ঙ্গে এনসিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ

ডাকসু বিজয়ীদের অভিনন্দন জানালেন সাবেক ভিপি নূরুল হক নূর

দৌলতদিয়ায় পদ্মার এক কাতল বিক্রি হলো ৪৪ হাজার টাকায়

নান্দাইলে পাওনা টাকা আদায় করতে দেনাদারদের নাম টানালেন ব্যানারে!

ক্ষুদ্র জীবনে এতদূর আসবো কোনোদিন ভাবিনি: আবিদুল