ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

পুতিনের চাওয়া পূরণ করে দিয়েছেন ট্রাম্প : জেলেনস্কি

পুতিনের চাওয়া পূরণ করে দিয়েছেন ট্রাম্প : জেলেনস্কি, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, গত মাসে আলাস্কায় অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চাওয়া পূরণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মস্কো এবং কিয়েভের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে গত ১৫ আগস্ট আলাস্কায় ট্রাম্প ও পুতিনের মধ্যে ঐতিহাসিক বৈঠক হয়। বৈঠকে শান্তি চুক্তি নিয়ে কোনো অগ্রগতি না হলেও উভয়পক্ষই এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
রোববার (৭ সেপ্টেম্বর) এবিসি নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, এটা দুঃখের বিষয় যে ইউক্রেন সেই বৈঠকে ছিল না, কারণ আমি মনে করি ওই বৈঠকের মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনের চাওয়া পূরণ করে দিয়েছেন। তিনি আরও বলেন, তার (পুতিন) প্রবল ইচ্ছা ছিল মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করা। এবং আমি মনে করি পুতিন সেটা পেয়েছেন। এটি খুবই দুঃখের বিষয় যে, পুতিন ‘মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খেলছেন। মস্কোর ওপর চাপ বৃদ্ধির আহ্বান জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কিছু ইইউ দেশ রাশিয়ার তেল ও গ্যাস কেনা অব্যাহত রাখা ‘অন্যায়’।

আরও পড়ুন

রোববার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, মস্কোর ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের জন্য তিনি প্রস্তুত। এর আগে রাশিয়ার তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। সূত্র : আরটি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রেন স্ট্রোক করেছেন অভিনেত্রী সায়ন্তনী

হবিগঞ্জে কূপ সংস্কারের পর নতুন গ্যাস মজুতের সন্ধান

ডেঙ্গু : ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭৩

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪ পা বিশিষ্ট কানাবক দেখতে জনতার ভিড়

সুনামগঞ্জে জমিয়ত নেতা হত্যা: প্রতিদ্বন্দ্বী গ্রুপের নেতা হাফিজ গ্রেপ্তার

কুয়াকাটায় সাংবাদিক মিরন হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার