ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

সংশোধন হচ্ছে সরকারি চাকরি অধ্যাদেশ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠক

সরকারি চাকরিজীবীদের আন্দোলনের জেরে ‘সরকারি চাকরি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

তবে কোন কোন বিষয় সংশোধন করা হচ্ছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি।

এর আগে, গত ২৫ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করে সরকার। তাতে চারটি বিষয়কে অপরাধের আওতাভুক্ত করা হয়।

আরও পড়ুন

এরপর অধ্যাদেশটি বাতিলের দাবিতে সচিবালয়ের ভেতরে ব্যাপক আন্দোলন গড়ে তোলেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। পরে উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে সরকার।

কর্মচারীদের অধ্যাদেশ প্রত্যাহারের দাবি না মেনে অধ্যাদেশ সংশোধন করল সরকার।

তবে সরকারি সূত্রগুলো বলছে, অধ্যাদেশের কিছু কিছু ক্ষেত্রে নিয়মকানুন নমনীয় করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচন: শারীরিক শিক্ষা কেন্দ্রে দুই পক্ষের মধ্যে উত্তেজনা

ডাকসু নির্বাচন : ভোট দিতে সকাল সকাল লাইনে দাঁড়িয়ে শিক্ষার্থীরা

আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন : আলোচনায় এগিয়ে যারা

কুড়িগ্রামের নীলকুমর নদীর ওপর বাঁশের সাঁকো

বগুড়ায় হত্যা মামলার আসামি বাছেদ গ্রেফতার

সাক্ষরতার পাশাপাশি অক্ষরজ্ঞান ও পড়াশোনার দক্ষতা অর্জন করতে হবে : আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে বগুড়ার ডিসি