ভিডিও মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় ট্রেনের ধাক্কায় কলেজ শিক্ষার্থী নিহত

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আজিজুল হক কলেজের এক শিক্ষার্থী নিহত

স্টাফ রিপোর্টার : বগুড়ায়  ট্রেনের ধাক্কায় মুস্তাকিম নামে  সরকারি আজিজুল হক কলেজের এক  শিক্ষার্থী নিহত হয়েছে। আজ রোববার ৬ জুলাই বিকাল তিনটার দিকে কলেজের সামনে  শহরের ওয়াপদা গেট এলাকায়  এ ঘটনা ঘটে।

রেল পুলিশ সূত্রে জানা গেছে, মোটরসাইকেল যোগে রেললাইন পার হতে গিয়ে সান্তাহার থেকে বোনারপাড়া গামী  লোকাল ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী মুস্তাকিম নিহত হন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মরগে পাঠানো হয়েছে।  


প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত মুস্তাকিম (২৪) বগুড়া সরকারি আজিজুল হক কলেজে অনার্স হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলার বটতলী এলাকায়।  

মোটরসাইকেল নিয়ে রেললাইন পার হতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি। এ সময় মোটরসাইকেলটি রেল লাইনের ওপর থেমে যায়। মোটরসাইকেলটি মুস্তাকিম চালাচ্ছিলেন। ওর পিছনের সিটে তার বন্ধু বসা ছিলেন।

আরও পড়ুন

এ অবস্থায় রেল লাইনের উপরে মোটরসাইকেলটি থেমে যায়। কিন্তু ততক্ষণে ট্রেনটি কাছে এসে যায়। এ সময় তার বন্ধু মোটরসাইকেল থেকে নেমে যেতে সক্ষম হলেও মুস্তাকিম নামতে পারেননি।

ততক্ষণে ট্রেনের ধাক্কায় নিহত হন মুস্তাকিম। এ ব্যাপারে  অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে বগুড়া  জিআরপি  ফাঁড়ি সূত্রে জানা গেছে। নিহত মুস্তাকিম পুরান বগুড়ায় একটি মেসে থেকে পড়াশোনা করতেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৬ জন গ্রেপ্তার

বিকেল ৩টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে: ঢাবি উপাচার্য

দুর্গাপূজা উপলক্ষে ভোমরা স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

নারায়ণগঞ্জে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মিরসরাইয়ের যুবক নিহত

ঝালকাঠিতে এসএ পরিবহনের অফিস থেকে ম্যানেজারের ঝুলন্ত মরদেহ উদ্ধার