ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

তুরস্কের জালে স্পেনের ৬ গোল

তুরস্কের জালে স্পেনের ৬ গোল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : মিকেল মেরিনোর দুর্দান্ত হ্যাটট্রিকে রোববার বিশ্বকাপ বাছাইয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরস্ককে হারালো ৬-০ ব্যবধানে। প্রথম ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছিল লা রোজারা। মেরিনোর হ্যাটট্রিকের সঙ্গে পেদ্রি করেন জোড়া গোল। লুইস ডি লা ফুয়েন্তের দলের আরেকটি গোল ফেরান তোরেসের।

জয়ের ব্যবধান আরও বড় হতে পারতো। তুরস্কের গোলরক্ষক উগারকেন সাকির বেশ কয়েকটি সুযোগ নস্যাৎ করেন। দাপট দেখিয়ে খেলা ম্যাচের ষষ্ঠ মিনিটেই পেদ্রির গোলে এগিয়ে যায় স্পেন। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেরিনো। প্রথমার্ধে যোগ করা সময়ে আর দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আর্সেনাল মিডফিল্ডার।

আরও পড়ুন

ফেরান তরেস ৫৩ আর পেদ্রি ৬২ মিনিটে করেন গোল। এক ঘণ্টা পেরোতেই ৬-০ তে এগিয়ে যায় স্পেন। তবে বাকি সময় মুহূর্মুহু আক্রমণ করে আর ব্যবধান বাড়াতে পারেনি তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে ভাইয়ের পরিবারকে বের করে দিয়ে ঘরে তালা দিলেন ছোট ভাই!

আরও বেড়ে স্বর্ণের দামে নতুন রেকর্ড

গাইবান্ধার সাদুল্লাপুরে মা হত্যার ঘটনায় ছেলেসহ গ্রেফতার ৫

বগুড়ার দুপচাঁচিয়ায় দুই চোরসহ গ্রেফতার ৩

পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী

বগুড়ায় আইনজীবীসহ চারজনের বিরুদ্ধে থানায় এজাহার, ব্যাংক চালান জালিয়াতি