ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, পুলিশের লাঠিচার্জ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শ্রমিকদের, পুলিশের লাঠিচার্জ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরীর বাসন কলম্বিয়া এলাকায় অবরোধ করেন শ্রমিকরা। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কারখানাটিতে প্রায় ৮০০ শ্রমিক কর্মরত রয়েছেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া এলাকায় আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামক একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকদের জুলাই ও আগস্ট মাসের বেতন পাওনা রয়েছে। বেশ কিছুদিন ধরেই শ্রমিকরা বকেয়া বেতন চাইলে কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানা শুরু করে। দুই মাসের বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল ৮টার দিকে মহানগরীর বাসন থানা এলাকায় কলম্বিয়া মোড়ে কয়েকশ শ্রমিক বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আন্দোলনরত শ্রমিকরা জানান, জুলাই ও আগস্ট মাসের বেতন এখনও বকেয়া রয়েছে। সেপ্টেম্বর মাস চলে এলেও নানা অজুহাতে বেতন দেওয়া হচ্ছে না। ফলে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে বাসাভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালাদের চাপের মুখে পড়েছেন তারা।

আরও পড়ুন

গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের পরিদর্শক ফারুকুল আলম বলেন, মালিকপক্ষ বেতন পরিশোধ না করে গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এবং পুনরায় ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা বন্ধ রাখে। এর ফলে শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। শ্রমিকদের আন্দোলনের কারণে বেশকিছু সময় মহাসড়ক বন্ধ ছিল। তবে সাড়ে ৯টার দিকে শ্রমিকদের সরিয়ে দিলে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউএস ওপেনের ফাইনালে ট্রাম্পের জন্য আধাঘণ্টা দেরি, গ্যালারিজুড়ে দুয়োধ্বনি

জুলিয়াস সিজারের রিট হাইকোর্টে খারিজ

আজ এক ‘ভয়াবহ ঘূর্ণিঝড়’ গাজায় আঘাত হানবে : ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচে থাকবেন বাংলাদেশি আম্পায়ার

‘ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া বিপর্যয় ডেকে আনবে’

র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ গেল মাদক কারবারির