বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পুকুরে খেলতে নেমে পানিতে ডুবে আয়শা খাতুন (৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ১টায় উপজেলার গোপালনগর ইউনিয়নের মহিশুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়শা খাতুন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বরইতলী গ্রামের কামাল পাশার মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
থানা সূত্রে জানা যায়, তিন দিন আগে আয়শা খাতুন তার মায়ের সাথে মহিশুরা গ্রামে নানা আব্দুস ছোবাহানের বাড়িতে বেড়াতে আসে। গতকাল শনিবার দুপুরে পাড়ার সমবয়সী শিশুদের সঙ্গে পুকুরের পাড় থেকে লাফ দিয়ে পানিতে পড়ে খেলার সময় আয়শা পানিতে ডুবে যায়। কিন্তু সবাই খেলায় মাতিয়ে থাকার কারণে বিষয়টি কোন শিশুই বুঝতে পারেনি। এক পর্যায়ে সবাই যখন পুকুরের পাড়ে ওঠতে থাকে তখন আয়শাকে না পেয়ে বিষয়টি তার স্বজনদের জানানো হয়।
আরও পড়ুনপরে পুকুরের পানি থেকে আয়শার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার এ তথ্য নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে আয়শা খাতুনের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন