ভিডিও সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫

আজ শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচারণা

আজ শেষ হচ্ছে ডাকসু নির্বাচনী প্রচারণা, ছবি: দৈনিক করতোয়া।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার শেষ দিন আজ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রার্থীরা তাদের শেষ দিনের প্রচারণা চালাতে পারবেন।

এদিকে ভোটারদের সুবিধার্থে দ্বিতীয় দফায় বাড়ানো হয়েছে বুথের সংখ্যা। শুরুতে ৮টি কেন্দ্রে ৭১০টি বুথ নির্ধারণ করা হলেও শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে তা বাড়িয়ে করা হয়েছে ৮১০টি।

অন্যদিকে নির্বাচনকে ঘিরে গুজব ও অপপ্রচার ঠেকাতে ইতোমধ্যে কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন

আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ লক্ষ্যে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সব প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে। শাহবাগ, দোয়েল চত্বর, পলাশী, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে কেবল বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা প্রবেশ করতে পারবেন। তাদের পরিবারের সদস্যরাও পরিচয়পত্রের ফটোকপি প্রদর্শন সাপেক্ষে প্রবেশের সুযোগ পাবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে চিকিৎসকের মারধরে রোগী হাসপাতালে ভর্তি

বগুড়ার ধুনটে সরকারি জমি উদ্ধারে গিয়ে মবের শিকার ভূমি কর্মকর্তা

জরাজীর্ণ ঘরে সোনালী ব্যাংক তালোড়া শাখার কার্যক্রম চলছে

বগুড়ার শিবগঞ্জে ১৮ পিচ ইয়াবা ও হিরোইনসহ গ্রেফতার ৩

বগুড়ার কাহালুতে ভীমরুলের চাক পোড়াতে গিয়ে বাড়িতে আগুন

ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগণনা সরাসরি দেখা যাবে এলইডি স্ক্রিনে