সিরাজগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিক্ষক নিহত, সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন (৫০) নামের এক শিক্ষক হয়েছেন। এ দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। এতে সৃষ্টি হয় চরম যানজটের। আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলাল একই উপজেলার ঘোড়াচরা গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষক বেলাল রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার উপ-পরিদর্শক (এস.আই) সাইফুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধারের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিক্ষুব্ধ জনতাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনার প্রায় তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরও পড়ুনমন্তব্য করুন