কিশোরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
_original_1756727536.jpg)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্টে বাশাদ মিয়া (২৪) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামদী ইউনিয়নের পূর্ব তারাকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বাশাদ একই এলাকার রংমিস্ত্রি আমড়ু মিয়ার ছেলে।
আরও পড়ুনপরিবার ও স্থানীয়রা জানায়, বাড়ির সামনে কলাবাগানে কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া একটি বিদ্যুতের তারে স্পর্শ করলে ঘটনাস্থলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে তার মা হেলেনা আক্তারও বিদ্যুতের সংস্পর্শে আসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বাশাদকে মৃত ঘোষণা করেন। তার মা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফেরেন।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, ‘অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য করুন