ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

ক্লাস বর্জন করে শিক্ষার্থীদের বিক্ষোভ 

নওগাঁর রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

নওগাঁর রাণীনগরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বরখাস্ত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের দ্বারা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গতকাল রোববার সকাল ১০টা থেকে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনের অপসারণ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করেছে। এক পর্যায়ে ওই শিক্ষকসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদেরকে প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরিস্থিতি সামাল দিতে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের ন্যায় বিচারের আশ্বাস দিলে তারা বিক্ষোভ বন্ধ করে আলোচনার টেবিলে বসেন। পরে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

জানা গেছে, উপজেলার পারইল ইউনিয়নের পালশা-কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কৃষি বিভাগের শিক্ষক আনোয়ার হোসেন গত বুধবার বিকেলে বিদ্যালয়ের পাশে একটি বাড়িতে প্রাইভেট পড়ানোর সময় ৮ম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করেন এমন গুঞ্জন ওঠে। এর জের ধরে গতকাল রোববার বিদ্যালয় খোলার পর থেকে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ছাত্র-ছাত্রীরা জোটবদ্ধ হয়ে ওই শিক্ষকের অপসারণ ও বিচারের দাবিতে ক্লাস বর্জন করে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ প্রদর্শনসহ শিক্ষকদের একটি ঘরে প্রায় ৪ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) বাবলু চন্দ্র পাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে এই ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেনকে সাময়িক বরখাস্তের ঘোষণা দেওয়ান বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম। এক পর্যায়ে বেলা আড়াই টায় এই বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসার শাহাদত হোসেনও আসেন।

আরও পড়ুন

পরবর্তী করণীয় নিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি প্রশাসনিক কর্মকর্তা শিক্ষক মন্ডলী ও ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের নিয়ে বৈঠকে একই সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে অভিযুক্ত শিক্ষক আনোয়ার হোসেন বলেন, শ্লীলতাহানির ঘটনা সত্য নয়। একটি মহল আমার সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে এমন অপপ্রচার করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীতে এনসিপির শুভেচ্ছা বিনিময়

সিরাজগঞ্জে সাড়ে ১০ টন সরকারি চালসহ যুবক আটক

দুদক’র মামলায় ডাঃ ফিরোজ মাহমুদ ইকবালসহ ৩ জন খালাস পেলেন

গাছের মগডাল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নেদারল্যান্ডসকে ১০৩ রানে গুটিয়ে দিল বাংলাদেশ

নাটোর চিনিকলে এবার আখ রোপণের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৫শ’ একর