ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ জসিম মোড়ল (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

আজ রবিবার (৩১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে মুখী ব্রিজঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

জসিম মোড়ল মশাখালী মুখী গ্রামের মৃত হাসেম মোড়লের ছেলে। 

এর আগে গতকাল গতকাল শনিবার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার পাগলা থানাধীন মশাখালী ইউনিয়নের মুখী ব্রিজঘাট এলাকায় নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন জসিম।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল শনিবার দিনব্যাপী উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান পায়নি।

আরও পড়ুন

স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে মুখী ব্রিজঘাট নদীরপাড়  এলাকায় সূত্রধর বাড়িতে একটি মামলা তদন্ত করতে যায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে  জসিম, ফাহিম ও সোহেল নামের তিনজন সুতিয়া নদীতে ঝাঁপ দেন। পরে নদী সাঁতরে ফাহিম ও সোহেল ওপরে উঠতে পারলেও জসিম নিখোঁজ হন।

ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন ব্যবস্থাপক আতিকুর রহমান বলেন, রবিবার দুপুরে লাশটি উদ্ধার হয়। 

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন,  নিখোঁজ জসিমের লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি  ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা

বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার

নওগাঁর মান্দায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা