নুরকে দেখতে ঢামেকে স্বাস্থ্য উপদেষ্টা

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল ইসলাম নুরকে দেখতে গিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।
রবিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যান।
এ সময় নুরের চিকিৎসার খোঁজ-খবর নেন স্বাস্থ্য উপদেষ্টা। নুরের সুচিকিৎসার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
আরও পড়ুনএ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। কর্তব্যরত চিকিৎসক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানরা চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন বিষয় স্বাস্থ্য উপদেষ্টাকে অবহিত করেন।
মন্তব্য করুন