ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

রংপুরে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী বেকসুর খালাস

রংপুরে হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন, স্ত্রী বেকসুর খালাস। প্রতীকী ছবি

রংপুর প্রতিনিধি : রংপুরে একটি হত্যা মামলায় ফরিদ মিয়াকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া দণ্ডবিধির ২০১ ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ফরিদের স্ত্রী মিষ্টি বেগমকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।

গতকাল রোববার দুপুরে আসামির উপস্থিতিতে রংপুরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর রংপুরের কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মালিয়াটারী গ্রামের ফরিদ মিয়া হারাগাছ হকবাজারের শাপলা হোটেল থেকে সিরাজুল ইসলামকে ডেকে নিয়ে যায়। পরে তাকে হত্যা করে লাশ রান্নাঘরে পুঁতে রাখে। এ ঘটনায় নিহত সিরাজুলের স্ত্রী মবিনা বেগম বাদি হয়ে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে পুলিশ ফরিদ মিয়া ও তার স্ত্রী মিষ্টি বেগমকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং আসামিপক্ষের তিনজন সাফাই সাক্ষীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত এ রায় দেন।

আরও পড়ুন

রায়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আফতাব উদ্দিন সন্তোষ প্রকাশ করে বলেন, আমরা ন্যায় বিচার পেয়েছি। তবে আসামিপক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব দাবি করেন, আমরা ন্যায় বিচার পাইনি। উচ্চ আদালতে আপিল করব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর মান্দায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা

বগুড়ায় আদমদীঘিতে চোলাই মদ ও এ্যাম্পলসহ ২ জন গ্রেফতার

রাকসু নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলনের শেষ দিন : দিনভর ছাত্রদল, শিবির ও ছাত্রদের মধ্যে উত্তেজনা

বগুড়ার কাহালুতে গাঁজাসহ তিনজন গ্রেফতার

নাটোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

বগুড়ায় শিশুর গোপনাঙ্গ কেটে ফেলায় দু’জনের বিরুদ্ধে মামলা