ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারীতে অবৈধভাবে সার পাচারের দায়ে জরিমানা

পঞ্চগড়ের আটোয়ারীতে অবৈধভাবে সার পাচারের দায়ে জরিমানা। প্রতীকী ছবি

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: কৃষকদের জন্য বরাদ্দকৃত সার সরকারি নিয়ম লঙ্ঘন করে অবৈধভাবে অন্যত্র পাচারের অপরাধে পঞ্চগড়ের আটোয়ারীতে এক ডিলারকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার রাতে কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে অন্যত্র পাচারের অভিযোগে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বালিয়া লক্ষ্মীত্থান বাজারের 'মেসার্স শহিদুল ট্রেডার্স' এর স্বত্বাধিকারী সার ডিলার গিয়াস উদ্দিনের জামাই নজরুল ইসলামকে ৮০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আরিফুজ্জামান। এসময় উপজেলা কৃষি অফিসার মো: মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মো: ফারুক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

জানা যায়, 'মেসার্স শহিদুল ট্রেডার্স' এর স্বত্বাধিকারী গিয়াস উদ্দিনের জামাই নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে তার শ্বশুরের সারের ডিলারি ব্যবসা দেখাশোনা করেছিলেন। অভিযোগ রয়েছে, তিনি প্রায় সারের কৃত্রিম সংকট দেখিয়ে সংশ্লিষ্ট এলাকার কৃষকদের মাঝে সার বিক্রি না করে অধিক মুনাফার আশায় পার্শ্ববর্তী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাসহ বিভিন্ন উপজেলায় সার পাচার করতেন।

আরও পড়ুন

এরই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার কৌশলে তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও সদর উপজেলার ভেলাজানের উদ্দেশ্যে ২০ বস্তা পটাশ সার পাচারের জন্য একটি চার্জার ভ্যানযোগে রওনা হলে স্থানীয় কয়েকজন কৃষক ভ্যানটি আটক করে। পরে আটোয়ারী থানা পুলিশ সহ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আরিফুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে ২০০৬ সালের সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী সার পাচারের অভিযোগে ৩০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আরো ৫০ হাজার টাকা সহ মোট ৮০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। এছাড়াও সরকারি বিধি ভঙ্গ করার অপরাধে ডিলারশীপের লাইসেন্স বাতিল করার জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা দেওয়া হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা

বগুড়ার সোনাতলা থানার ওসি প্রত্যাহার

নওগাঁর মান্দায় বৃদ্ধ তফের মণ্ডলের পাশে বিএনপি নেতা