ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ২টায় হরিপুর উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউনিয়নের রনহট্টা গ্রামে ঘটনাটি ঘটে। এতে ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।
জানা যায়, অগ্নিকাণ্ডে গ্রামের মোকলেসুর রহমানের টিনসেডের ৪টি রুম, ১টি মোটরসাইকেলসহ রুমে থাকা সব মালামাল পুড়ে গেছে। সংবাদ পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুনইউনিয়ন চেয়ারম্যান হাসান আলী বলেন, রাতেই ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য, বস্ত্র ও আর্থিক সহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে।
মন্তব্য করুন