ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

হোয়াটসঅ্যাপে কল শিডিউল করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপে কল শিডিউল করবেন যেভাবে

মেটার মালিকানাধীন বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ ব্যবহার করেন এই অ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীদের ছবি, এবং ভিডিও শেয়ার করতে পোল পরিচালনা করা যায়। এ ছাড়া ব্যক্তিগত কাজ ছাড়াও ব্যবসায়িক, অফিসের কাজে এই অ্যাপটি নিয়মিত ব্যবহার করা হচ্ছে। 

 

প্রতিদিন গড়ে প্রায় ১০০ বিলিয়নের বেশি মেসেজ আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে। এ ছাড়া হোয়াটসঅ্যাপে অডিও-ভিডিও, গ্রুপ কলে যুক্ত হতে পারেন যেকোনো সময়।

এখন চাইলে হোয়াটসঅ্যাপে কল শিডিউল করে রাখতে পারবেন। এবার গ্রুপ কলিং ফিচারে এলো বড় পরিবর্তন। হোয়াটসঅ্যাপ গ্রুপ এখন অনেক বড় একটি কমিউনিটি বলা যায়। প্রায় সবাই অসংখ্য গ্রুপে যুক্ত থাকেন। কখন কোথায় কি হচ্ছে এতো খবর রাখতে পারেন না।

এজন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য প্ল্যাটফর্ম বিভিন্ন ফিচার নিয়ে আসছে প্রতিনিয়ত। এবার ‘শিডিউল কলিং’ ফিচার এনেছে ব্যবহারকারীদের জন্য। জুমের মতো হোয়াটসঅ্যাপ কলিং ফিচারকে সাজাতেই এই ফিচার চালুর ভাবনা। বর্তমানে যাবতীয় অফিসিয়াল কাজ হয় হোয়াটসঅ্যাপে। বহু মিটিং হয় এই অ্যাপে গ্রুপ কলিংয়েই। সেই সেই কথা মাথায় রেখেই এই ফিচার আনছে সংস্থা।

আরও পড়ুন

এখন আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ে কল শুরু হওয়ার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন। ফলে নির্ধারিত সময়ে কল শুরুর ক্ষেত্রে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু কীভাবে কাজটি করবেন।

 

আসুন দেখে নেওয়া যাক কীভাবে কল শিডিউল করবেন-

>> প্রথমে হোয়াটসঅ্য়াপ ওপেন করে কল ট্যাবে যান।
>> সেখানে পাবেন (+) অপশন।
>> তাতে ক্লিক করলে শিডিউল করা যাবে কল। যারা যারা ওই কলে থাকবেন তারা সবাই নোটিফিকেশন পাবেন। ফলে আলাদা করে কাউকে জানানো, বা কারো মিস করার বিষয়ও কমই থাকছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যবহারের অভাবে বগুড়ার ধুনটে যমুনা নদীর তীরে নষ্ট হচ্ছে সরকারের অর্ধকোটি টাকার নৌকা

জুলাই সনদের আইনি ভিত্তি যত দ্রুত হবে, তত দ্রুত ভোটের দিকে যাওয়া যাবে : নাহিদ

বগুড়া শহরে তুর্য নামের যুবক ছুরিকাহত

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যবসায়ীর বাড়িতে আগুন, ক্ষতি ৫ লাখ টাকা

লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন বুয়েটের শিক্ষার্থীরা

চীনের পথে এনসিপির ৮ নেতা