সিরাজগঞ্জের কাজিপুরে ব্যবসায়ীর বাড়িতে আগুন, ক্ষতি ৫ লাখ টাকা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোজাম্মেল হকের বাড়িতে আগুন লেগে প্রায় ৫ লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত অনুমান সাড়ে ১১ টায় বাড়ির উত্তরপাশের একটি পরিত্যক্ত ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে এলাকাবাসী জানিয়েছে। আগুনে মোট চারটি ঘরের আসবাবপত্র, তৈরি পোশাক, টাকা, সোনার গহনা পুড়ে গেছে।
মোজাম্মেল জানান, রাতে বাইরে বের হলে পরিত্যক্ত একটা ঘরে রাখা অকেজো ঝুটকাপড় থেকে ধোয়া বের হতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আগুন আমার ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাজিপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিভাতে সক্ষম হয়। এতে করে পার্শ্ববর্তী আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
আরও পড়ুনকাজিপুুর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিক জানা না গেলেও বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
মন্তব্য করুন