ভিডিও মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫

প্রধানমন্ত্রীর ডিগ্রির নথি প্রকাশের কোনও দরকার নেই, রায় হাই কোর্টের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি বিশদে প্রকাশের কোনও দরকার নেই বলে সাফ জানিয়ে দিল দিল্লি হাই কোর্ট। কেন্দ্রীয় তথ্য কমিশনারের ডিগ্রি প্রকাশের নির্দেশ বাতিল করে হাই কোর্ট রায়ে জানাল, দিল্লি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্নাতক ডিগ্রি বিশদে প্রকাশ করতে বাধ্য নয়।
 
 
 
নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্ককে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরেই মামলা চলছিল দিল্লি হাই কোর্টে। নীরজ কুমার নামে এক আরটিআই কর্মী প্রথমে দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে ১৯৭৮ সালের স্নাতক স্তরের সব পড়ুয়ার নাম, রোল নম্বর, প্রাপ্ত নম্বর, পাশ-ফেল-সহ সমস্ত পড়ুয়ার জানতে চেয়েছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হলফনামা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই বছরেই স্নাতক হয়েছিলেন তিনি। নীরজ কুমারকে তথ্য দিতে অস্বীকার করেছিল দিল্লি বিশ্ববিদ্যালয়। কর্তৃপক্ষ জানিয়েছিল, এ ভাবে তৃতীয় পক্ষের তথ্য দেওয়া যাবে না।
 
 
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপত্তি জানানোর পর কেন্দ্রীয় তথ্য কমিশনের কাছে আবেদন জানান নীরজ। তার ভিত্তিতে কমিশন ওই তথ্য প্রকাশ্যে আনার নির্দেশ দেয়। ওই নির্দেশকেই চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২০১৭ সালে জানুয়ারিতে কমিশনের নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট।
 
 
বিশ্ববিদ্যালয়ের তরফের আইনজীবী সলিসিটর জেনারেল তুষার মেহতার যুক্তি ছিল, ‘কারও কৌতূহল মেটানোর তথ্যের অধিকার আইনের লক্ষ্য হতে পারে না।’ তিনি দাবি করেন, সিআইসির আদেশ বাতিল করা উচিত।
 
কারণ, গোপনীয়তার অধিকার, জানার অধিকারের থেকেও বেশি গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে আদালতকে আইনজীবী মেহতা জানিয়েছিলেন, দিল্লি বিশ্ববিদ্যালয় প্রধানমন্ত্রী মোদীর ডিগ্রির রেকর্ড আদালতের সামনে পেশ করতে পারে কিন্তু তথ্য অধিকার আইনের অধীনে অপরিচিতদের যাচাই-বাছাই করার জন্য সেগুলি প্রকাশ করা সম্ভব নয়।
 
 
গত ২১ অগস্ট শুনানি শেষ হলেও রায়দান স্থগিত রাখে দিল্লি হাই কোর্ট। সেই মামলাতেই সোমবার হাই কোর্ট রায়ে জানিয়ে দিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনার দরকার নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে বাড়ছে পাল্টাপাল্টি অভিযোগ, আচরণবিধি মানা নিয়ে প্রশ্ন

২৩০ বিচারক বদলি

হাইকোর্টের অতিরিক্ত বিচারক হলেন সারজিস আলমের শ্বশুর

সিরাজগঞ্জের রায়গঞ্জে ৬ লাখ টাকাসহ বিকাশ কর্মী নিখোঁজ

ডাকসু নির্বাচনে পোস্টার-ব্যানার নিয়ে কঠোর নির্দেশনা

কুড়িগ্রামের উলিপুর পৌর আওয়ামী লীগ সভাপতি গ্রেফতার