কক্সবাজারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রোহিঙ্গা ইস্যুতে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে কক্সবাজার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ২৪, ২৫ ও ২৬ আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা সংকটকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার জন্য একাধিক সম্মেলনের পরিকল্পনা নিয়েছে।
তিনি বলেন, এই ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে প্রথম সম্মেলন শুরু হয়েছে ২৪ আগস্ট। আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘে সবচেয়ে বড় সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে ১৭০টি দেশের প্রতিনিধির অংশগ্রহণ আশা করা হচ্ছে। এছাড়া দোহা, কাতারেও আরেকটি বড় সম্মেলনের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুনপ্রেস সচিব আরও জানান, কক্সবাজারের এই সম্মেলনে প্রায় ৪০টি দেশের প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন অংশ নিচ্ছে। রোহিঙ্গা জনগোষ্ঠীও সরাসরি সম্পৃক্ত হয়ে নিজেদের অভিজ্ঞতা ও বক্তব্য তুলে ধরার সুযোগ পাবেন।
আগামী ২৬ আগস্ট পর্যন্ত চলবে এই সম্মেলন।
মন্তব্য করুন