সিরাজগঞ্জের রায়গঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রায়গঞ্জ ও সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি: আজ শনিবার (২৩ আগস্ট) ভোরে সিরাজগঞ্জের রায়গঞ্জে (ঢাকা-বগুড়া) মহাসড়কের উপজেলার সলঙ্গা থানার কালিকাপুর, ভুইয়াগাতি আর আর স্পিনিং এন্ড কটন মিলের সামনের রাস্তা থেকে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতর বয়স (৬৫) বছর। তবে তার নাম, পরিচয় এখনো পাওয়া যায়নি। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ তথ্যটি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, আজ শনিবার (২৩ আগস্ট) ভোরে মহাসড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে তারা থানা পুলিশে খবর দেয়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নিহতের মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে তার নাম, পরিচয় শনাক্তের চেষ্টাও চলছে।
আরও পড়ুনমন্তব্য করুন