ভিডিও সোমবার, ১৮ আগস্ট ২০২৫

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন

বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহর উদ্বোধন। ছবি : দৈনিক করতোয়া

করতোয়া ডেস্ক : ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যে উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তরের আয়োজনে আজ সোমবার (১৮ আগস্ট) জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। আমাদের প্রতিনিধিরা জানান-

বগুড়া : এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া মৎস্য কর্মকর্তা কালি পদ রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক (যুগ্ম সচিব) হোসনা আফরোজা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা সিভিল সার্জন একেএম ডা. মোফাখখারুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ড. আনিছুর রহমান। আরও বক্তব্য রাখেন মাছচাষিদের পক্ষে আদমদিঘী উপজেলার আব্দুল মুহিত তালুকদার, মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক এসএম আবুল বাসার, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান। আলোচনা সভায় জেলার নির্বাচিত দুই সফল পাঙ্গাস মাছের এককচাষে আব্দুল মুহিত তালুকদার ও কার্প-পাবদা মাছের মিশ্রচাষে আব্দুল খালেককে জেলা পর্যায়ে মৎস্য পুরস্কার প্রদান করেন করা হয়।

টিএমএসএস : আদমদিঘী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও র‌্যালি করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস সিনিয়র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস, টিএমএসএস রিজিয়ন প্রধান নজরুল ইসলাম, স্মার্ট ফিসিকালচার উপ-প্রকল্পের টেকনিক্যাল অফিসার ও প্রজেক্ট ম্যানেজার মাহফুজুল করিমসহ স্মার্ট ফিসিকালচার উপ-প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তা, টিএমএসএস ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, মৎস্য উদ্যোক্তাগণ, সরকারি ও বেসরকারি পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

শাজাহানপুর (বগুড়া) : উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে র‌্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস ঊর্মি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফিরোজ আহমেদ খান।

ভেটেনারি সার্জন ডা. তারেক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল হক শাহীন, সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, উপজেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন, শাজাহানপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সজিবুল আলম, এনসিপি উপজেলা আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, অনুকেতন রমাই, রাশেদ আহমেদ প্রমুখ।

কাহালু (বগুড়া) : সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসের আয়োজনে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভাসহ মৎস্যচাষিদের পুরস্কৃত করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. নূর নবীর সভাপতিত্বে পরিষদের অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা. জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. আব্দুল মালেক, উপজেলা উপজেলা প্রকৌশলী মো. মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আবিদুর রহমান আবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাকমান আলী, উপজেলা যুব উন্নয়ন অফিসার গোলাম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাশরুবা আলম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রায়হাতুন নাহার প্রমুখ।

শেষে মাছ চাষ ও পোণা উৎপাদনে উপজেলায় প্রথম স্থান অধিকারী উপজেলা নারহট্ট ইউনিয়নের বিবিরপুকুর বাজারের শাহ্ সুলতান শাহ্ জালাল মৎস্য বীজাগারের সত্ত্বাধিকারী মাছচাষি ও রেণু পোণা উৎপাদনকারী সরকার কর্তৃক রৌপ্য ও স্বর্ণপদক প্রাপ্ত শফিকুল ইসলামকে পুরস্কৃত করা হয়।

নন্দীগ্রাম (বগুড়া) : এ উপলক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে একটি র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা স্টাফ কোয়ার্টার পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. লায়লা আঞ্জুমান বানু।

এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, উপজেলা প্রকৌশলী নূর নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম ও উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ প্রমুখ। পরে স্থানীয় পর্যায়ে সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন

আদমদীঘি (বগুড়া) : উপজেলা মৎস্য অফিসের আয়োজনে এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন। আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্ত ডা. বেনজীর আহমেদ, কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম, উপজেলা বণিক সমিতির সভাপতি আব্দুল মুত্তাকিম তালুকদার, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, হ্যাচারি মালিক বেলাল সরদার, বাদল মৈত্র প্রমুখ। পরে স্থানীয় পর্যায়ে সফল উদ্যোক্তা হিসেবে তারিক মো. আপন, রেনু উৎপাদনকারী হিসেবে রুহুল আমিন ও পোনামাছ উৎপাদনকারী হিসেবে ফরিদুল ইসলাম মুক্তাকে পুরস্কৃত করা হয়।

দুপচাঁচিয়া (বগুড়া) : এ উপলক্ষ্যে সকালে পরিষদ চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে মডেল মসজিদের মিলনায়তনে উদ্বোধনী সভা উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রামানিকের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ্ মাহমুদননবীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা যারীন তাসনিম নিলয়, সদর ইউপি চেয়ারম্যানদের মোয়াজ্জেম হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মখলেছুর রহমান ভুট্টু, মৎস্যচাষি ইসহাক আলী প্রমুখ। পরে শ্রেষ্ঠ মৎস্যচাষিসহ বিভিন্ন ক্যাটাগরিতে চারজনের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

ধুনট (বগুড়া) : উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধনী উপলক্ষ্যে র‌্যালি, পোনা মাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সকালে র‌্যালি শেষে শহরের শিশু পার্কের পুকুরে পোনামাছ অবমুক্তকরণ, উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও শ্রেষ্ঠ তিন মৎস্যচাষির মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল। উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, মৎস্যচাষি আল আমিন, রফিকুল ইসলাম। আলোচনা শেষে তিনজন শ্রেষ্ঠ মৎস্যচাষিকে সম্মানা ক্রেস্ট প্রদান করা হয়।

শিবগঞ্জ (বগুড়া) : এ উপলক্ষ্যে এক র‌্যালি ও পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান। এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কমকর্তা গোলাম মাহবুব মোরশেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম প্রমুখ। পরে প্রধান অতিথি উপজেলা পরিষদ পুকুরে পোনামাছ অবমুক্ত করেন এবং শ্রেষ্ঠ মৎস্যচাষিদের ক্রেস্ট প্রদান করেন।

সারিয়াকান্দি (বগুড়া) : এ উপলক্ষ্যে সকালে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  ও র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহাগ হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মো. মাহতাবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মীর কাওসার হোসেন, সফল মৎস্যচাষি সাখাওয়াত হোসেন ডাবলু, আহছানুল হাবিব, মাহমুদ হাসান পাভেল প্রমুখ।

গাবতলী (বগুড়া) : উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাফিজুর রহমান। উপজেলা মৎস্য কর্মকর্তা গোলাম শাকিল আহমেদের সভাপতিত্বে¡ বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বুলবুল আহম্মেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রাশেদুল ইসলাম রাশেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা আরিফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, মৎস্যচাষি মোশারফ হোসেন শাহিন প্রমুখ।

জয়পুরহাট : জয়পুরহাটে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিসের আয়োজনে আলোচনা সভা, র‌্যালি ও পোনামাছ অবমুক্ত করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী। জেলা মৎস্য অফিসার মাসুদ রানার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল ওয়াহাব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন।

এর আগে কালেকটরেট চত্বর থেকে এক র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। সব শেষে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জেলা প্রশাসকের বাংলোর পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

পাঁচবিবি (জয়পুরহাট) : উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে এ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রোমানা রিয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, মহিলাবিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম ডালিম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, খামার ব্যবস্থাপক কর্মকর্তা প্রফুল্ল চন্দ্র রায়, এনজিও প্রতিনিধি বায়োজিদ, মৎসচাষি মোজাহার আলী ও শফিকুর রহমান প্রমুখ। সভায় সফল ছয়জন মৎস্য ও পোনাচাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় হাট-বাজারে প্রচুর আমন ধানের চারার আমদানি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

বগুড়ায় ১৯ শিক্ষার্থীকে বৃত্তি দিলেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারকে দল থেকে বহিষ্কার

জবি রেঞ্জার ইউনিটের দীক্ষা দান ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত